ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে বাপ্পি লাহিড়ী

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:২৮, ১ এপ্রিল ২০২১   আপডেট: ১৭:৪৮, ১ এপ্রিল ২০২১
করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে বাপ্পি লাহিড়ী

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী বাপ্পি লাহিড়ী। তাকে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকের পরামর্শে তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

পরিবারের সঙ্গে মুম্বাইয়েই থাকেন বাপ্পি লাহিড়ী। তার মুখপাত্র জানিয়েছেন, করোনা সংক্রান্ত সকল সতর্কতা নিয়েছিলেন এই গায়ক। কিন্তু তা সত্ত্বেও করোনার কবল থেকে বাঁচতে পারেননি ৬৮ বছর বয়সী এই শিল্পী।

বাপ্পি লাহিড়ীর মেয়ে রেমা জানান, শরীরে করোনার উপসর্গ দেখা মাত্রই তার বাবাকে হাসপাতালে ভর্তি করা হয়। গত কয়েকদিনে বাপ্পি লাহিড়ী এবং তার পরিবারের সংস্পর্শে যারা এসেছেন তাদের করোনা পরীক্ষা করার পরামর্শ দিয়েছেন তিনি। পাশাপাশি বাপ্পি লাহিড়ীর আরোগ্য কামনা করার জন্য ভক্তদের ধন্যবাদ জানিয়েছেন রেমা।

কয়েকদিন আগেই করোনার টিকার জন্য নিবন্ধন করেন বাপ্পি লাহিড়ী। এ প্রসঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লেখেন, ‘আমার কোভিড ১৯ টিকার জন্য প্রি-রেজিস্ট্রেশন করেছি। আপনারা দেরি করছেন কেন! যাদের বয়স ষাটের অধিক এবং ৪৫ থেকে ৫৯-এর মধ্যে তারা রেজিস্ট্রেশন করতে পারবেন। ভেবে স্বস্তি পাচ্ছি যে এই মহামারি শেষ হতে যাচ্ছে।’

ঢাকা/মারুফ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়