ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

হাসপাতাল থেকে মিমির চিরকুট

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:১৭, ১ এপ্রিল ২০২১   আপডেট: ১৭:১৯, ১ এপ্রিল ২০২১
হাসপাতাল থেকে মিমির চিরকুট

আফসানা মিমি

গুণী নির্মাতা-অভিনেত্রী আফসানা মিমি। আপাতত করোনায় আক্রান্ত মিমি ভর্তি রয়েছেন নগরীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ‌্যালয় হাসপাতালে। তার শারীরিক অবস্থা নিয়ে বেশ উদ্বিগ্ন ভক্তরা। সবাইকে আশ্বস্ত করতে একটি চিরকুট পাঠিয়েছেন এই অভিনেত্রী।

বার্তাবাহক হিসেবে সেই চ্কিুট সবার কাছে পৌঁছে দিলেন আফসানা মিমির নির্মাণসঙ্গী ও লেখক নজরুল সৈয়দ। চিরকুটের শুরুতে মিমি লিখেছেন—‘সারাজীবন সবার ভালোবাসা পেয়েছি। যখন কোনো বিপদ এসেছে, সবাই পাশে থেকেছেন। গত ৯ দিন হলো আমি করোনা পজিটিভ। সৃষ্টিকর্তার অসীম দয়ায় আমি ভালো আছি।’

মিমির বাবার বয়স ৮৪ বছর। তা স্মরণ করে হাসপাতালে ভর্তি হওয়ার কারণ ব‌্যাখ‌্যা করেছেন মিমি। এ অভিনেত্রী লিখেছেন, ‘আজ বিএসএমএমইউ-তে অ্যাডমিশন নিলাম। ভাবলাম ৮৪ বছরের বাবা আর কতদিন ঘরবন্দি থাকবেন? বরং আমি হাসপাতালে থেকে ট্রিটমেন্ট নিই। বাবাও একটু বাড়ির মধ্যে আরাম করে হাঁটাচলা করুন। আর বাড়ির কাজে যারা সাহায্য করেন তারাও আরেকটু নিরাপদ থাকুন। তাহলে আমারও এর চেয়ে বিপদের সম্ভাবনা থাকবে না।’

করোনা পজিটিভ হলেও মিমি মানসিকভাবে পজিটিভ বলে জানান মিমি। বিষয়টি উল্লেখ করে এ অভিনেত্রী বলেন—‘সবাই হাসপাতালের কথা শুনলে ভয় পেয়ে যাবেন বা চিন্তা করবেন, তাই সুহৃদ নজরুল সৈয়দের মাধ্যমে সবাইকে বলতে চাই, আমি খুব ভালো আছি। এখন আছি বাংলাদেশের সেরা জায়গায়। আর ভালো কথা, আমি কিন্তু শুধু করোনা পজিটিভ না, আমি সবসময়ই খুব পজিটিভ।’

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়