ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

গাজী মাজহারুল আনোয়ারের কথায় গাইলেন মোমিন-দিঠি

প্রকাশিত: ১৭:৪৬, ৪ এপ্রিল ২০২১  
গাজী মাজহারুল আনোয়ারের কথায় গাইলেন মোমিন-দিঠি

প্রখ্যাত গীতিকার ও চলচ্চিত্র পরিচালক গাজী মাজহারুল আনোয়ার নিয়মিত গান রচনা করছেন। সম্প্রতি ‘বাংলার দর্পণ’ নামে একটি সিনেমার জন‌্য তিনটি গান লেখেছেন তিনি। এসব গানের সুর ও দুটি গানে কণ্ঠ দিয়েছেন বর্তমান সময়ের কণ্ঠশিল্পী মোমিন বিশ্বাস। ‘যখন আমি ছোট ছিলাম’ এবং ‘ও গাড়িয়াল ভাই’ শিরোনামের দুটি গানে আরো কণ্ঠ দিয়েছেন দিঠি আনোয়ার।

কৃতজ্ঞতা প্রকাশ করে মোমিন বিশ্বাস বলেন, ‘ছোট্ট জীবনের অন্যতম একটি প্রাপ্তি! উপমহাদেশের দিকপাল গীতিকবি গাজী মাজহারুল আনোয়ারের লেখা ৩টি গানের সুর এবং দুটি গানে কণ্ঠ দিয়েছি। আমি ‘বাংলার দর্পণ’ চলচ্চিত্রের নির্মাতা খুরশিদ ভাই এবং সিনেমার সঙ্গে সংশ্লিষ্ট সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি।’

গানগুলো নিয়ে আশাবাদী দিঠি আনোয়ার। তিনি বলেন, ‘গানগুলোর কথা ও সুর চমৎকার। আশা করছি, ভালো একটি চলচ্চিত্র ও সেই সঙ্গে ভালো কিছু গান দর্শক-শ্রোতারা উপহার পাবেন।’

খ ম খুরশীদ পরিচালিত ‘বাংলার দর্পণ’ সিনেমায় অভিনয় করেছেন কাজী হায়াত, শর্মিলী আহমেদ, মোমেনা চৌধুরী, আসাদুজ্জামান নূর, সুবর্ণা মোস্তাফা প্রমুখ।

ঢাকা/রাহাত সাইফুল/শান্ত

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়