ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

লকডাউনে খোলা সিনেমা হল

প্রকাশিত: ১১:৪৬, ৫ এপ্রিল ২০২১   আপডেট: ১৩:৩৪, ৫ এপ্রিল ২০২১
লকডাউনে খোলা সিনেমা হল

সরকার ঘোষিত লকডাউনের প্রথম দিনে খোলা রয়েছে সিনেমা হল। এ বিষয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে এখনো কোনো নির্দেশনা না পাওয়ায় সিনেমা হল খোলা রাখার সিদ্ধান্ত নেয় হল মালিকদের সংগঠন বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতি।

সংগঠনটির জ্যেষ্ঠ সহসভাপতি মিয়া আলাউদ্দিন জানান, সিনেমা হল বন্ধের কোনো নির্দেশনা এখনো তারা পাননি। যে কারণে সিনেমা হল খোলা রয়েছে। নির্দেশনা পেলে তারা বন্ধ করে দেবেন।

এ বিষয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপসচিব (চলচ্চিত্র-১) মো. সাইফুল ইসলাম জানান, সিনেমা হল বন্ধ করা হবে কিনা সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।

গতবছর মার্চ মাসে সিনেমা হল বন্ধ করা হয়। দীর্ঘ সাতমাস বন্ধ থাকার পর গত বছরের ১৬ অক্টোবর থেকে অর্ধেক আসন খালি রেখে সিনেমা হল খোলার অনুমতি দেয় সরকার। যদিও বলাকা, মধুমিতাসহ বেশ কয়েকটি সিনেমা হল এখনো খোলেনি।

হল মালিকদের সংগঠন বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির উপদেষ্টা সুদীপ্ত কুমার দাস জানান, এখনো সেই নিয়মেই সিনেমা হল চলছে। যদিও সিনেমা হলে গড়ে দশ শতাংশ দর্শকও যাচ্ছেন না বলে জানিয়েছেন হল মালিকরা।

ঢাকা/রাহাত সাইফুল/শান্ত

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়