ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ইন্দ্রমোহন রাজবংশীর মৃত্যু: ফকির আলমগীরের ক্ষোভ

প্রকাশিত: ১৩:২৯, ৭ এপ্রিল ২০২১   আপডেট: ১৫:৪৫, ৭ এপ্রিল ২০২১
ইন্দ্রমোহন রাজবংশীর মৃত্যু: ফকির আলমগীরের ক্ষোভ


চলে গেলেন একুশে পদকপ্রাপ্ত লোকগানের শিল্পী ও স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দসৈনিক ইন্দ্রমোহন রাজবংশী। আজ (৭ এপ্রিল) সকাল ১১টায় তিনি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। কিংবদন্তিতুল্য এই সংগীতজ্ঞের মৃত্যুতে তাঁর চিকিৎসাসেবায় অবহেলার অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেছেন গণ-সংগীতশিল্পী ফকির আলমগীর।

তিনি ক্ষুব্ধ কণ্ঠে এই প্রতিবেদককে বলেন, ‘আমাদের দুঃখ এই কণ্ঠযোদ্ধা হাসপাতালে হাসপাতালে ঘুরে বেড়াল,  একটা আইসিইউ পেলো না! ঘুরতে ঘুরতে অবশেষে পেলো পরশুদিন। তাকে সরকার বিশেষ বিবেচনায় ভিআইপি চিকিৎসা করাতে পারতো।’

‘স্বাধীন বাংলার শিল্পীরা আর কত রক্ত দেবে?’ প্রশ্ন তুলে ফকির আলমগীর বলেন, ‘এই অবহেলা প্রাপ্য নয়। স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে এই ধরনের শিল্পীরা অবহেলিত ছিলেন।’

গত ১ এপ্রিল বুকে ব্যথা অনুভব হলে ইন্দ্রমোহন রাজবংশীকে দ্রুত মহাখালী মেট্রোপলিটন হাসপাতালে নেয় তার পরিবার। সেখানে করোনা পরীক্ষা করানো হলে রিপোর্ট পজিটিভ আসে। ফুসফুসে ইনফেকশন ধরা পড়ে। এরপর এই শিল্পীকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের আইসিইউতে নিয়ে আসা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।  


 

ঢাকা/রাহাত সাইফুল

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়