Risingbd Online Bangla News Portal

ঢাকা     শনিবার   ১৭ এপ্রিল ২০২১ ||  বৈশাখ ৪ ১৪২৮ ||  ০৪ রমজান ১৪৪২

মার্ভেলের সিনেমায় ফারহান আখতার

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:১৯, ৮ এপ্রিল ২০২১  
মার্ভেলের সিনেমায় ফারহান আখতার

জনপ্রিয় বলিউড নির্মাতা-অভিনেতা ফারহান আখতার। চিত্রনাট্যকার ও গায়ক হিসেবেও তার পরিচিতি রয়েছে। এবার বলিউডের গণ্ডি পেরিয়ে হলিউড সিনেমায় তিনি।

বিশ্বের অন্যতম নামী প্রযোজনা প্রতিষ্ঠান মার্ভেল স্টুডিওর একটি সিনেমায় অভিনয় করছেন ফারহান। তবে সিনেমায় অভিনয় নিয়ে কিছুটা লুকোচুরি করছেন তিনি। এখনই এটি নিয়ে কিছু বলতে চান না এই অভিনেতা।

জানা গেছে, এই সিনেমায় ফারহান ছাড়াও বেশ কয়েকজন তারকা হলিউড অভিনেতাকে দেখা যাবে। সিনেমাটিতে ফারহানের চরিত্র কী এটি বিষয়েও এখনো কিছু জানা যায়নি।

এদিকে সিনেমার শুটিংয়ের উদ্দেশ্যে অনেকটা গোপনেই মুম্বাই ছেড়েছেন ফারহান। তার ঘনিষ্ঠ একজন জানিয়েছেন, ব্যাংককে সিনেমার শুটিং শুরু করেছেন তিনি।

ফারহানের পরবর্তী সিনেমা ‘তুফান’। এতে একজন বক্সারের ভূমিকায় অভিনয় করছেন তিনি। সিনেমাটি পরিচালনা করছেন রাকেশ ওমপ্রকাশ মেহরা। ফারহান ছাড়াও এই সিনেমায় আরো অভিনয় করছেন ম্রুনাল ঠাকুর, পরেশ রাওয়াল প্রমুখ। খুব শিগগির ডিজিটাল প্ল্যাটফর্মে এই সিনেমা দেখা যাবে।

ঢাকা/মারুফ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়