Risingbd Online Bangla News Portal

ঢাকা     শনিবার   ১৭ এপ্রিল ২০২১ ||  বৈশাখ ৪ ১৪২৮ ||  ০৪ রমজান ১৪৪২

‘সুজন সখী’ জুটির জন্য মসজিদে মিলাদ

প্রকাশিত: ০২:৪৬, ৯ এপ্রিল ২০২১   আপডেট: ০৮:৫৬, ৯ এপ্রিল ২০২১
‘সুজন সখী’ জুটির জন্য মসজিদে মিলাদ

তুমুল জনপ্রিয় সিনেমা ‘সুজন সখী’। এই সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেছেন কিংবদন্তি দুই তারকা নায়ক ফারুক ও মিষ্টি মেয়ে খ্যাত অভিনেত্রী কবরী।

বরেণ্য এই দুই তারকা অসুস্থ হয়ে আইসিইউতে আছেন। তাদের দ্রুত সুস্থতার জন্য চলচ্চিত্র শিল্পী সমিতির পক্ষ থেকে এফডিসি’র মসজিতে কুরআন খতম ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। বিষয়টি রাইজিংবিডিকে নিশ্চিত করেন শিল্পী সমিতির সাধারণ সম্পাদক চিত্রনায়ক জায়েদ খান।

তিনি বলেন, ‘দেশীয় চলচ্চিত্রের সফল জুটি সুজন-সখীর দুই তারকা ফারুক ভাই ও কবরী ম্যাডাম দুজনেই আইসিইউতে রয়েছেন। আমরা সার্বক্ষণিক তাদের খোঁজ-খবর রাখছি। তারা দুজনই আমাদের মাথার ছায়া। তাদের সুস্থতার জন্য শুক্রবার শিল্পী সমিতিতে দুজনের সুস্থতা কামনায় কুরআন খতম এবং বাদ জুম্মা এফডিসির মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। সবাই আমাদের চির সবুজ দুই কিংবদন্তির জন্য দোয়া করবেন।’

নায়ক ও সংসদ সদস্য ফারুক সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে আইসিইউতে আছেন। অন্যদিকে সাবেক সংসদ সদস্য ও নন্দিত অভিনেত্রী কবরী করোনায় আক্রান্ত হয়ে রাজধানীর একটি হাসপাতালে আইসিইউতে আছেন।

রাহাত সাইফুল/আমিনুল

সর্বশেষ

পাঠকপ্রিয়