ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

হার্ট অ্যাটাকে মার্কিন র‌্যাপার-অভিনেতা ডিএমএক্সের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, যুক্তরাষ্ট্র || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৩৮, ১০ এপ্রিল ২০২১   আপডেট: ১১:৪৪, ১০ এপ্রিল ২০২১
হার্ট অ্যাটাকে মার্কিন র‌্যাপার-অভিনেতা ডিএমএক্সের মৃত্যু

হার্ট অ্যাটাকে মারা গেছেন মার্কিন র‌্যাপার-অভিনেতা ডিএমএক্স। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫০ বছর।

এই পারফর্মারের মূল নাম আর্ল সিমন্স। হার্ট অ্যাটাকের পর লাইফ সাপোর্টে ছিলেন তিনি। মৃত্যুর সময় তার পাশে পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। তার পরিবার এক বিবৃতিতে জানায়, ‘সে ছিল একজন যোদ্ধা। মৃত্যুর সঙ্গেও লড়াই করেছেন তিনি।’

তারা আরো জানায়, ‘আর্লের মিউজিক বিশ্বের অগণিত ভক্তদের অনুপ্রাণিত করেছে এবং তার আইকনিক উত্তরাধিকার বেঁচে থাকবে চিরদিন।’

পাঁচদিন আগে নিউইয়র্কের হোয়াইট প্লেইনসে ডিএমএক্স হার্ট অ্যাটাকে আক্রান্ত হন। এরপর তাকে দ্রুত স্থানীয় হাসপাতালের ভেন্টিলেশনে ব্যবস্থায় নেওয়া হয়। তবে হার্ট অ্যাটাকের কারণ জানেন না বলে উল্লেখ করেন তার আইনজীবী।

১৯৯০ এর দশকের শেষ দিকে ‘পার্টি আপ’ ও ‘গেট অ্যাট মি ডগ’সহ আরো কিছু গানের মাধ্যমে র‌্যাপ জগতে তোলপাড় তোলেন ডিএমএক্স। তার প্রথম অ্যালবাম বাজারে এসেই বিলবোর্ড চার্টে এক নম্বর স্থান দখল করে নেয়।

৫০ বছর বয়সী এ গায়ক অভিনেতা হিসেবেও পরিচিতি। তিনি চল্লিশের বেশি চলচ্চিত্রে কাজ করেছেন। ‘রোমিও মাস্ট ডাই’ ও ‘নেভার ডাই অ্যালোন’ ডিএমএক্সের অন্যতম দুই সিনেমা। এছাড়া টিভি অনুষ্ঠানেও তিনি নিয়মিত মুখ ছিলেন।

ডিএমএক্স তিনবার গ্র্যামি মনোনয়ন পেয়েছে, যা এসেছে এ শতকের শুরুর দুই বছরে। দুটি ছিল সেরা র‌্যাপ একক ও অন্যটি ছিল সেরা র‌্যাপ অ্যালবাম বিভাগে।

ছাবেদ সাথী/মারুফ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়