ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

বর্ণর ‘বোকা পাখি’

প্রকাশিত: ১৩:৫৩, ১১ এপ্রিল ২০২১  

তরুণ প্রজন্মের সংগীতশিল্পী বর্ণ চক্রবর্তী। দীর্ঘ প্রতীক্ষার পর মুক্তি পেলো তার প্রথম একক অ্যালবাম। গত ৯ এপ্রিল, ভার্চুয়ালি এই অ্যালবামের মোড়ক উন্মোচন হয়েছে।

৬টি গান নিয়ে সাজানো হয়েছে অ্যালবামটি। গানের শিরোনামগুলো হলো ‘বোকা পাখি’, ‘ও বন্ধু রে’, ‘ভুলিনি’, ‘ভাগ্যিস’, ‘মনটা ভীষণ খারাপ’ এবং ‘চলো পালিয়ে যাই’। সবকটি গানের কথা, সুর ও সংগীতায়োজনও করেছেন বর্ণ চক্রবর্তী। হিউজ স্টুডিওর ব্যানারে প্রকাশিত অ‌্যালবামটি।

এই ডিজিটাল অ্যালবামটির গান শোনা যাবে হিউজ টিভির ইউটিউব চ্যানেলে। এছাড়া অ্যামাজন মিউজিক, গুগল প্লে মিউজিক, স্পটিফাই ও আইটিউনসেও শোনা যাবে।

অনুভূতি ব‌্যক্ত করে বর্ণ চক্রবর্তী বলেন, ‘‘সংগীত জীবনে পদাপর্ণের পর একাধিক একক গান করেছি। কিন্তু অ্যালবাম প্রকাশের সাহস করিনি। ভাবনায় ছিল আরো চর্চা ও পরিপক্কতার পর অ্যালবাম প্রকাশ করব। ‘বোকা পাখি’ অ্যালবামটি আমার দীর্ঘ এক যুগের সাধনার ফসল। আশা করি, অ্যালবামের প্রতিটি গান সবার হৃদয় ছুঁয়ে যাবে।’’

বর্ণ চক্রবর্তী একজন নির্মাতাও। ২০১২ সাল থেকে অসংখ্য মিউজিক ভিডিও, নাটক, বিজ্ঞাপন ও প্রামাণ্যচিত্র নির্মাণ করেছেন তিনি।

ঢাকা/রাহাত সাইফুল/শান্ত

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়