ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

অনুদান পাওয়া সিনেমার গল্প আবারো অনুদানের টেবিলে

প্রকাশিত: ১৫:০৯, ১১ এপ্রিল ২০২১   আপডেট: ১৫:১০, ১১ এপ্রিল ২০২১
অনুদান পাওয়া সিনেমার গল্প আবারো অনুদানের টেবিলে

‘কাকতাড়ুয়া’ সিনেমার দৃশ‌্য

চলচ্চিত্র শিল্পের উন্নয়নের জন্য সরকার প্রতিবছর সিনেমা নির্মাণে অনুদান দিয়ে থাকে। এরই ধারাবাহিকতায় ২০১২ সালে ‘কাকতাড়ুয়া’ নামে একটি সিনেমা অনুদান পায়। প্রখ্যাত কথাসাহিত্যিক সেলিনা হোসেনের গল্প অবলম্বনে এটি নির্মাণ করেছেন ফারুক হোসেন। কিন্তু সিনেমাটি মুক্তির আগেই আবারো অনুদানের জন্য জমা দেওয়া হয়েছে একই গল্প।

প্রায় ১০ বছর পার হয়ে গেলেও সিনেমাটি মুক্তি পায়নি। এদিকে একই গল্প চলতি অর্থবছরে (২০২১-২২) অনুদানের জন্য ড. মোহাম্মদ হারুনুর রশিদ নামে এক ব্যক্তি জমা দিয়েছেন বলে বিশ্বস্ত সূত্রে জানা গেছে।

হারুনুর রশিদের জমা দেওয়া গল্পটির লেখকও সেলিনা হোসেনের। তা জানিয়ে এই কথাসাহিত্যিক বলেন, ‘আগের নির্মাতা এই গল্প নিয়ে সিনেমা নির্মাণ করেছেন কিনা তা জানি না। বিষয়টি একেবারেই ভুলে গেছি। এটি একটি শিশুতোষ চলচ্চিত্র হিসেবে এর আগে অনুদানের জন্য জমা দেওয়া হয়। পরবর্তী খবর আর জানি না। অনুদান পেয়েছে কিনা বা নির্মিত হয়েছে কিনা, কোনো কিছুই আমাকে জানানো হয়নি। আমিও বিষয়টি একেবারেই ভুলে গেছি। তবে কিছুদিন আগে একই গল্প হারুনুর রশিদ নামে এক ব্যক্তি সরকারি অনুদানের জন্য আবার জমা দিয়েছেন, এটা জানি। যদি আগেরজন আমাকে ইনফর্ম করতেন তাহলে এই বিভ্রান্তি সৃষ্টি হতো না।’

এদিকে অর্থ সংকটের কারণে ‘কাকতাড়ুয়া’ সিনেমাটি মুক্তি দিতে পারছেন না বলে দাবি করেছেন এর পরিচালক ফারুক৷ তিনি বলেন, ‘তিন বছর আগে শেষ হয়েছে সিনেমাটির কাজ। নির্মাণের জন্য আমি পেয়েছিলাম ২৪ লাখ টাকা। পরবর্তীতে আমি নিজেও আরো ত্রিশ লাখ টাকা এতে বিনিয়োগ করি। সেন্সরের জন্য প্রিন্ট করে রেখেছি, সাবটাইটেলও করা হয়েছে। কিন্তু এফডিসি মোটা অঙ্কের একটি বিল পায়। এজন‌্য এফডিসি থেকে আমাকে সার্টিফিকেট দেওয়া হচ্ছে না। যার ফলে সিনেমাটি মুক্তি দিতে পারছি না।’

তথ‌্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী ও সচিবের প্রতি অনুরোধ জানিয়ে এই নির্মাতা বলেন, ‘আমি তথ্য মন্ত্রণালয়ের সচিব বা মন্ত্রী মহোদয়ের কাছে অনুরোধ করছি, আমাকে যেন এফডিসির বিল মাফ করে দেওয়া হয়। তাহলে সিনেমাটি মুক্তি দিতে পারব।’

ঢাকা/রাহাত সাইফুল/শান্ত

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়