Risingbd Online Bangla News Portal

ঢাকা     বৃহস্পতিবার   ০৬ মে ২০২১ ||  বৈশাখ ২৩ ১৪২৮ ||  ২২ রমজান ১৪৪২

হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন বাপ্পি লাহিড়ী

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৩৭, ১১ এপ্রিল ২০২১   আপডেট: ২১:৩৮, ১১ এপ্রিল ২০২১
হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন বাপ্পি লাহিড়ী

হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন বাপ্পি লাহিড়ী।

চলতি মাসের শুরুতে কোভিড-১৯ পজিটিভ হন জনপ্রিয় এই সংগীতশিল্পী। এরপর তাকে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয়। তবে এখন করোনামুক্ত তিনি।

রোববার (১১ এপ্রিল) ফটো ও ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে হাসপাতাল ছাড়ার খবর জানিয়ে বাপ্পি লাহিড়ী লিখেছেন, ‘সৃষ্টিকর্তার আশীর্বাদে ও আমার প্রিয়জনদের ভালোবাসায় আমি বাড়ি ফিরেছি। ব্রিচ হাসপাতালের চিকিৎসক, নার্স ও স্টাফদের বিশেষ ধন্যবাদ। প্রার্থনা ও শুভ কামনার জন্য সকলকে ধন্যবাদ।’

পরিবারের সঙ্গে মুম্বাইয়েই থাকেন বাপ্পি লাহিড়ী। এর আগে তার মুখপাত্র জানিয়েছিলেন, করোনা সংক্রান্ত সকল সতর্কতা নিয়েছিলেন এই গায়ক। কিন্তু তা সত্ত্বেও করোনার কবল থেকে বাঁচতে পারেননি ৬৮ বছর বয়সী এই শিল্পী।

বর্তমানে ভারতে করোনাভাইরাসের দ্বিতীয় ওয়েভ খুব ভয়াবহ আকার ধারণ করেছে। এরই মধ্যে বলিউডের অনেক তারকা অভিনয়শিল্পী করোনায় আক্রান্ত হয়েছেন। যদিও বেশিরভাগই বাড়িতে চিকিৎসা নিয়েই সুস্থ হয়ে উঠছেন।

ঢাকা/মারুফ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়