Risingbd Online Bangla News Portal

ঢাকা     বৃহস্পতিবার   ০৬ মে ২০২১ ||  বৈশাখ ২৩ ১৪২৮ ||  ২২ রমজান ১৪৪২

ক্যাটরিনার সঙ্গে তুলনাতে অভ্যস্ত হয়ে পড়েছি: ইসাবেলা

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:০১, ১৩ এপ্রিল ২০২১   আপডেট: ১১:০৫, ১৩ এপ্রিল ২০২১
ক্যাটরিনার সঙ্গে তুলনাতে অভ্যস্ত হয়ে পড়েছি: ইসাবেলা

ইসাবেলা ও ক্যাটরিনা কাইফ

জনপ্রিয় বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। তার পথ ধরে হিন্দি সিনেমা জগতে পা রেখেছেন বোন ইসাবেলা কাইফ। এক সাক্ষাৎকারে ক্যাটরিনার বোন জানিয়েছেন, ‘টাইগার জিন্দা হ্যায়’খ্যাত এই অভিনেত্রীর সঙ্গে তুলনায় অভ্যস্ত হয়ে পড়েছেন তিনি।

‘টাইম টু ড্যান্স’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রেখেছেন ইসাবেলা। তিনি বলেন, ‘আমি কয়েকটি সিনেমাতে অডিশন দিয়েছি, এরপর এটিতে সুযোগ পাই। আমি ছোটবেলা থেকেই নাচতে জানি এবং বলিউডে এটি বড় অংশ জুড়ে রয়েছে। নাচ আমার প্যাশন। আমার মনে হয়েছে এটি একই সঙ্গে চ্যালেঞ্জ ও মজা দু’টোই।’

ক্যাটরিনার সঙ্গে তুলনা প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি জানি। অনেক বছর ধরেই এটি হয়ে আসছে, তাই অভ্যস্ত হয়ে পড়েছি। এটি এখন আমার ওপর বড় কোনো প্রভাব ফেলে না। প্রত্যাশার কথা বলতে, কোভিড প্রথম সিনেমা নিয়ে চাপ কিছুটা কমিয়ে দিয়েছে। কারণ বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ আলাদা। এখন সময়গুলো উপভোগ করছি।’

ইসাবেলা কাইফের পরবর্তী সিনেমা ‘সুস্বাগতম খুশামাদেদ’। তিনি জানান, নাচ ও অভিনয় তার ভেতরে অনেক দিন থেকেই রয়েছে। এমন নয় যে, ক্যাটরিনাকে দেখেই উদ্বুদ্ধ হয়েছেন। ইসাবেলা বলেন, ‘নাচ থেকে অভিনয়ে এসেছি। ছোটবেলায় অনেক হিন্দি সিনেমা দেখেছি। তবে কোনটি সবচেয়ে প্রিয় এটি বাছাই করা কঠিন। এটি মুডের ওপর নির্ভর করত। জব উই মেট ও লগন সিনেমাটি দু’টি ছোটবেলায় অনেক দেখেছি।’

ঢাকা/মারুফ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়