ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

অপরাধী হয়ে রইলাম মহসীন স্যার: তারিক আনাম খান

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১০, ১৮ এপ্রিল ২০২১  
অপরাধী হয়ে রইলাম মহসীন স্যার: তারিক আনাম খান

না ফেরার দেশে পারি জমিয়েছেন একুশে পদকপ্রাপ্ত অভিনেতা এস এম মহসীন। তার মৃত‌্যুতে শোকের ছায়া নেমেছে শোবিজ অঙ্গনে। মঞ্চ, টিভি ও চলচ্চিত্রের শিল্পীরা প্রিয় অভিনেতার মৃত‌্যুতে শোক প্রকাশ করছেন।

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত বরেণ‌্য অভিনেতা তারিক আনাম খান সদ‌্যপ্রয়াত এ অভিনেতাকে নিয়ে স্মৃতিচারণ করেছেন। ফেসবুকে এই অভিনেতা লিখেন— ‘প্রতিদিন এ মৃত্যু নেওয়া যাচ্ছে না। লিখতেও চাই না।…খুব কষ্ট হচ্ছে। মহসীন ভাই। মহসীন স্যার। এস এম মহসীন। দিল্লীতে ছিলেন মহসিন দাদা। ন্যাশনাল স্কুল অব ড্রামার ছাত্র। সবার প্রিয় মহসীন দাদা। এমন কি আমাদের অধ্যক্ষ, পরিচালক ইব্রাহিম আল কাজীও ডাকতেন ‘মহসীন দাদা’। স্কুলের হোস্টেল, ছাত্র-ছাত্রীদের ব্যক্তিগত সব সমস্যার সমাধান—মহসীন দাদা। আমাদের বাংলাদেশি ছাত্রদের নির্ভরতার নাম মহসীন ভাই। ভালোই তো ছিলেন। যোগ ব্যয়ামের সর্বোচ্চ নম্বরধারী। ভীষণ শৃঙ্খল ছিলেন জীবন যাপনে। করোনা তাকেও রেহাই দিলো না!’

মৃত‌্যুর আগে প্রিয় অভিনেতার সঙ্গে শেষ দেখা হয়নি তারিক আনাম খানের। ক্ষমাও চেয়ে নিতে পারেননি তিনি। এ নিয়ে বেশ আফসোস রয়েছে তার। বিষয়টি স্মরণ করে তারিক আনাম খান বলেন, ‘‘তারিক, আমারে ডাইকো অভিনয় করতে চাই!’ কম বয়সীরা ‘স্যার’ না বললে খুব রাগ করতেন, খেতে খুব পছন্দ করতেন...। এসব নিয়ে আড়ালে আমরা অনেকেই হাসাহাসি করেছি! মাফ চাওয়াটা তো হলো না। শেষ বিদায়টাও জানানো হলো না। অপরাধী হয়ে রইলাম! যেখানেই থাকেন ভালো থাকবেন স্যার, মহসীন দাদা, মহসীন ভাই—অভিনেতা এস এম মোহসীন।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন এস এম মহসীন। ৭৩ বছর বয়সী এই অভিনয়শিল্পীর ফুসফুসের ৭০ শতাংশ সংক্রমিত ছিল। নিবিড় পরিচর্যা কেন্দ্রে প্লাজমা দেওয়াসহ নানাভাবে চেষ্টা করেছেন চিকিৎসকেরা। কিন্তু শেষ রক্ষা হয়নি। রোববার (১৮ এপ্রিল) সকাল ৯টা ৩০ মিনিটে রাজধানীর বারডেম হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত‌্যাগ করেন তিনি।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়