ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

‘দেশের জন্য লজ্জাজনক’

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:২৮, ২০ এপ্রিল ২০২১   আপডেট: ১১:৪৫, ২১ এপ্রিল ২০২১
‘দেশের জন্য লজ্জাজনক’

মিথিলা, শিলা

‘ঠিক কী কারণে মিস ইউনিভার্সের এবারের আসরে অংশ নিচ্ছে না তা জানি না। যদি এ বছর মিস ইউনিভার্সে অংশ নিতে না পারে, তবে সত‌্যি এটি দেশের জন‌্য লজ্জাজনক।’—এমন প্রতিক্রিয়া ব‌্যক্ত করেছেন ‘মিস ইউনিভার্স ২০১৯’ বিজয়ী শিরিন আক্তার শিলা।

‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২০’ বিজয়ী হয়েছেন তানজিয়া জামান মিথিলা। আগামী ১৬ মে, মার্কিন যুক্তরাষ্ট্রের হলিউডে অনুষ্ঠিতব্য ‘মিস ইউনিভার্স ২০২০’ প্রতিযোগিতার ৬৯তম আসরে তার বাংলাদেশের প্রতিনিধিত্ব করার কথা ছিল। কিন্তু সময় স্বল্পতা ও যথাযথ প্রস্তুতিতে ঘাটতি থাকার কারণে বাংলাদেশের আয়োজক প্রতিষ্ঠান মিথিলার নাম প্রত্যাহার করেছে।

সরে আসার কারণ যাই হোক না কেন, শিলা চান বাংলাদেশ এই আসরে অংশগ্রহণ করুক। তা জানিয়ে প্রাক্তন এই সুন্দরী বলেন, ‘মাত্র কয়েক বছর ধরে বাংলাদেশ বিভিন্ন আন্তর্জাতিক সুন্দরী প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। আর এখনই এটি বন্ধ হয়ে যাচ্ছে, যা বিরক্তিকর লাগছে! এসব কী হচ্ছে! মানুষ এটি অজুহাত মনে করছে। আমি চাই আমাদের দেশ মিস ইউনিভার্সে অংশগ্রহণ করুক।’

মিস ইউনিভার্সের মূল মঞ্চে অংশ নেওয়ার জন‌্য তেমন কোনো প্রস্তুতি নিতে পারেননি মিস ইউনিভার্স বাংলাদেশ কর্তৃপক্ষ। এ বিষয়ে মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২০ প্রতিযোগিতার প্রধান রফিকুল ইসলাম ডিউক বলেন—‘মিস ইউনিভার্স থেকে কিছু শর্ত দেয়া হয়েছিল। তার মধ‌্যে একটি বাংলাদেশের সৌন্দর্য নিয়ে একটি ভিডিও নির্মাণ করতে হবে। কিন্তু করোনা ও লকডাউনে কারণে সেই শর্ত পূরণ করা সম্ভব হয়নি। তা ছাড়া ন্যাশনাল কস্টিউমেও ঘাটতি রয়েছে। লকডাউন বাড়িয়ে ২৮ এপ্রিল করায় সরকারি অফিস বন্ধ।’

‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২০’ বিজয়ী হওয়ার পর বেশ কিছু বিতর্ক জড়িয়ে ধরে তানজিয়া জামান মিথিলাকে। আর এসব কারণে মিস ইউনিভার্সের ওয়েবসাইট থেকে সরিয়ে নেওয়া হয়েছে এই প্রতিযোগীর নাম। এমনটা দাবি করেছে বিউটি পেজেন্টদের নিয়ে কাজ করা ‘সাশ ফ্যাক্টর’ নামের একটি অনলাইন ম্যাগাজিন। তাদের অফিশিয়াল ফেসবুক পেজে জানিয়েছে, মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২০ তানজিয়া জামান মিথিলাকে ঘিরে অনেক বিতর্ক দেখা যাচ্ছে। অনেক বাংলাদেশি বিউটি পেজেন্টরা মিথিলাকে নিয়ে হতাশা ব্যক্ত করেছেন এবং তাকে মূল প্রতিযোগিতার জন্য সাপোর্ট করছেন না। এ কারণে মিস ইউনিভার্স ওয়েবসাইট থেকে সরিয়ে নেওয়া হয়েছে তার নাম।

এছাড়া অনেকে দাবি করছেন—বয়সের লুকোচুরির কারণে বাদ পড়েছেন মিথিলা। তবে এ অভিযোগ বরাবরের মতো মিথ‌্যা বলে দাবি করেছেন তিনি। মিথিলা বলেন—‘বয়স লুকোচুরির কোনো বিষয় এখানে নেই। বরং আমরা প্রস্তুতি নিতে ব্যর্থ হয়েছি এটা মিস ইউনিভার্স বাংলাদেশ জানানোর পরই ওয়েবসাইট থেকে আমার নাম সরিয়ে নেওয়া হয়েছে।’

ঢাকা/শান্ত

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়