ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

‘মাধবীলতা হারিয়ে গেছে’

প্রকাশিত: ১২:২৮, ২৮ এপ্রিল ২০২১   আপডেট: ১২:৩০, ২৮ এপ্রিল ২০২১
‘মাধবীলতা হারিয়ে গেছে’

নাট‌্যনির্মাতা কামাল খান নির্মাণ করতে যাচ্ছেন ৫০০ পর্বের ধারাবাহিক নাটক ‘মাধবীলতা হারিয়ে গেছে’। এস. এম. কামরুজ্জামান সাগর, শেখ রুনাসহ এর প্যানেল পরিচালক হিসেবে থাকবেন চার নাট্যনির্মাতা।

পরিচালক কামাল খান জানান, গল্প উপস্থাপনের ক্ষেত্রে আঙ্গিকগত কিছু ভিন্নতা থাকবে। সমাজের বিভিন্ন প্রেক্ষাপট থেকে উঠে আসা চরিত্রগুলো একটি কেন্দ্রে এসে মিলিত হবে। চরিত্রগুলো আমাদের জীবনেরই, কিন্তু সমষ্টিগতভাবে এসব জীবন শিল্প হয়ে উঠছে; এজন‌্য শিল্পের রসগুলো ভিন্ন ভিন্নভাবে প্রয়োগ করা হবে। চরিত্রানুযায়ী শিল্পী নির্বাচন চলছে। টেলিভিশনের জনপ্রিয় এবং নন্দিত শিল্পীদের পাশাপাশি অনেক মঞ্চ শিল্পী এই শিল্পকর্মে যুক্ত থাকবেন।

টেলিভিশনের পরিচিত ও নন্দিত শিল্পীদের পাশাপাশি মঞ্চ শিল্পীরাও এই শিল্পকর্মে যুক্ত থাকবেন। খুব শিগগির শুটিং শুরু হবে বলে জানিয়েছেন নির্মাতা কামাল খান। ইউনিফ্রেমের প্রযোজনায় নাটকটির নির্বাহী প্রযোজকের দায়িত্ব পালন করছেন পাপলু খান।

ঢাকা/রাহাত সাইফুল/শান্ত

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়