ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ইউনিসেফ বাংলাদেশের ‘ভ্যাকসিন চ্যাম্পিয়ন’ তারা

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:১৬, ৩০ এপ্রিল ২০২১   আপডেট: ১৮:২৬, ৩০ এপ্রিল ২০২১
ইউনিসেফ বাংলাদেশের ‘ভ্যাকসিন চ্যাম্পিয়ন’ তারা

এপ্রিলের শেষ সপ্তাহে পালিত হয় বিশ্ব টিকা সপ্তাহ। শুক্রবার (৩০ এপ্রিল) টিকা সপ্তাহের শেষ দিন। এই প্রচারণায় বাংলাদেশের বেশ কয়েকজন তারকা অভিনয়শিল্পীকে ভ্যাকসিন চ্যাম্পিয়ন ঘোষণা করেছে জাতিসংঘের শিশু উন্নয়ন ও নিরাপত্তা বিষয়ক সংস্থা ইউনিসেফ বাংলাদেশ।

এ তালিকায় রয়েছেন—ঢালিউড কিং শাকিব খান, আরিফিন শুভ, ছোট পর্দার অভিনেত্রী মুমতাহিনা চৌধুরী টয়া, মেহজাবিন চৌধুরী, সাফা কবির, সাবিলা নূর, পিয়া জান্নাতুল, মাসুমা রহমান নাবিলা প্রমুখ।

জানা গেছে, ভ্যাকসিন গ্রহণে ভক্তদের উৎসাহ দিতেই তাদের নিয়ে বিশেষ প্রচারণায় নেমেছে প্রতিষ্ঠানটি। আর সেখানে ‘চ্যাম্পিয়ন’ হিসেবেই পরিচয় করিয়ে দেওয়া হয়েছে এসব তারকাদের।

গত ২৯ এপ্রিল, বিকালে ইউনিসেফ বাংলাদেশের ফেসবুক পেজে শাকিব প্রসঙ্গে লিখেছে, বাংলাদেশের সবার প্রিয় অভিনেতা, একজন সম্মানিত প্রযোজক শাকিব খানের আরো একটি পরিচয় আছে- তিনি প্রকৃত অর্থে একজন দায়িত্ববান নাগরিক। সঠিক সময়ে করোনাভাইরাসের টিকা নিয়ে নিজের ও নিজ কমিউনিটির সুরক্ষা নিশ্চিত করেছেন।

ঢাকাই চলচ্চিত্রের আরেক জনপ্রিয় অভিনেতা আরিফিন শুভ। তার সম্পর্কে শুক্রবার (৩০ এপ্রিল) ইউনিসেফ বাংলাদেশের ফেসবুক পেজে লিখেছে, ভ্যাকসিন চ্যাম্পিয়ন আরিফিন শুভ। আমরা শুভকে রিয়েলিটি শোতে কঠিন বিচারকের ভূমিকায় দেখেছি, বিস্ময়কর প্রতিভা দিয়ে সবার মন জয় করে একের পর এক সেরা অভিনেতার পুরস্কার জিততে দেখেছি। এবার তিনি ভিন্নরূপে সবার কাছে এসেছেন একটি বিশেষ অনুরোধ নিয়ে—সময় মতো আপনার সন্তানের টিকা নিশ্চিত করুন এবং অন্যদেরকেও উৎসাহিত করুন। একটি স্বাস্থ্যকর ভবিষ্যত গড়ে তুলতে আপনার দায়িত্ব পালন করুন। পুরো পৃথিবীর শিশুদের কাছে টিকা পৌঁছে দিতে ইউনিসেফের পাশে থাকার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ।

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরী। এ অভিনেত্রীকে নিয়ে সংস্থাটির ফেসবুক পেজে লিখেছে—ভ্যাকসিন চ্যাম্পিয়ন মেহজাবিন চৌধুরী। বাংলাদেশের শীর্ষ মডেল, প্রিয় অভিনেত্রী মেহজাবিন বিশ্বাস করেন, আমাদের একের স্বাস্থ্য অপরের স্বাস্থ্যের উপর পুরোপুরি নির্ভরশীল। তাই ইউনিসেফের সঙ্গে সঠিক সময়ে টিকা নিয়ে কেবল নিজেরই নয়, আশেপাশের সকল মানুষকে সুরক্ষিত রাখার অনুপ্রেরণা দেওয়ার জন্য আমরা আপনার প্রতি কৃতজ্ঞ। 

ঢাকা/শান্ত

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়