ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

তাদের ‘বিবাহ বিভ্রাট’

প্রকাশিত: ১৪:৫৯, ৫ মে ২০২১  
তাদের ‘বিবাহ বিভ্রাট’

ঈদ উপলক্ষে টেলিভিশন চ্যানেলগুলো বিভিন্ন অনুষ্ঠান সাজিয়ে থাকে। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ টেলিভিশন এবারের ঈদে চারটি নাটক প্রচার করবে। এর মধ্যে অন্যতম ‘বিবাহ বিভ্রাট’।।ঈদের দ্বিতীয় দিন রাত ১০টার ইংরেজি সংবাদের পর প্রচারিত হবে নাটকটি। রেজাউর রহমান ইজাজের রচনায় এটি প্রযোজনা করেছেন আবু তৌহিদ।

নাটকের গল্প প্রসঙ্গে আবু তৌহিদ জানান—টেলিফোনে বিয়ের দিন এখন আর নেই। অনলাইনই এখন টেলিফোনের জায়গা দখল করে নিয়েছে। আত্মীয়- পরিজন নিয়ে পাত্র-পাত্রীরা অনলাইনে হাজির হচ্ছেন। কাজীও যুক্ত হচ্ছেন অনলাইনে। তারপর কালেমা পড়ার মধ‌্য দিয়ে বিয়েটা শেষ হচ্ছে। এখন করোনাকাল। তাই বলে কি বিয়ে থেমে থাকছে? কিন্তু সমস্যা হচ্ছে অনলাইনে গোপন বলে আর কোনো কিছু থাকছে না। যা অনেক সময় সৃষ্টি করছে বিভ্রাটের।  

নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন—ইমতু রাতিশ, নাদিয়া, মনিরা মিঠু, ঝুনা চৌধুরী, আব্দুল্লাহ রানা, স্বপ্না বেগম, মাসুদুজ্জামান, হাফিজুর রহমান সুরুজ, রফিকুল্লাহ সেলিম, ডেভোরা কুইয়া, তারিকুজ্জামান তপন, কাজী আল আমিন, মনিকা।

এছাড়া ঈদের আগের দিন রাত ৮টার বাংলা সংবাদের পর প্রচার হবে নাটক ‘ফুফুর ঈদ’। ফজলুল করিমের রচনায় এটি প্রযোজনা করেছেন শাহ জামান মিয়া। অভিনয় করেছেন দিলারা জামান, মাহমুদ সাজ্জাদ, মিলি বাশার, আল মামুন, মুনিরা মেমি, রওনক হাসান ও মিম চৌধুরী।

মাসুম রেজার রচনা এবং ঈমাম হোসাইনের প্রযোজনায় ঈদের দিন রাত ৮টার বাংলা সংবাদের পর প্রচারিত হবে বিশেষ নাটক ‘শূন্য ঘরে পূর্ণ জীবন’। অভিনয় করেছেন আনিসুল ইসলাম, ফারহানা মিলি, আফজাল শরীফ, সাবেরী আলম, জিয়ায়ুল হাসান কিসলু, শিরিন আলম, ডাঃ এজাজ, মোস্তাফিজুর রহমান, সুষমা সরকার, ডেভোরা সিলভিয়া প্রমুখ।

মাতিয়া বানু শুকু রচিত ‘আহ্লাদে আটখানা’ নাটকটি প্রযোজনা করেছেন মাহবুবা ফেরদৌস। ঈদের তৃতীয় দিন রাত ৮টার বাংলা সংবাদের প্রচার হবে নাটকটি। এতে অভিনয় করেছেন সাজু খাদেম, ঊর্মিলা শ্রাবন্তী কর, মাসুম বাসার, শিল্পী সরকার অপু, রিমি করিম, আলমগীর কবির, মনোয়ার হোসেন, কাজী শামসুর রহমান প্রমুখ।

ঢাকা/রাহাত সাইফুল/শান্ত

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়