ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

প্রখ্যাত সুরকার অনুপ ভট্টাচার্য আর নেই

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:২১, ৭ মে ২০২১   আপডেট: ১৩:২৭, ৭ মে ২০২১
প্রখ্যাত সুরকার অনুপ ভট্টাচার্য আর নেই

প্রখ্যাত সুরকার, বীর মুক্তিযোদ্ধা, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠযোদ্ধা অনুপ ভট্টাচার্য আর নেই। বৃহস্পতিবার (৬ মে) সন্ধ্যায় নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত‌্যাগ করেন তিনি। মৃত‌্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর। এসব তথ‌্য নিশ্চিত করেছেন বাংলাদেশ রবীন্দ্রসংগীত শিল্পী সংস্থার সভাপতি তপন মাহমুদ।

জানা যায়, সংগীতশিল্পী অনুপ ভট্টাচার্য দীর্ঘদিন ধরে হৃদরোগ ও ডায়াবেটিসে ভুগছিলেন। গতকাল রাতে তার মরদেহ বারডেম হাসপাতালের হিমঘরে রাখা হয়। এদিকে অনুপ ভট্টাচার্যের দুই মেয়ে ও জামাতা দেশের বাইরে থাকেন। তাই শেষকৃত্যর বিষয়ে সিদ্ধান্ত নিতে খানিকটা সময় লেগে যায়। ।শুক্রবার (৭ মে) তার শেষকৃত্য সম্পন্ন হবে।

১৯৪৪ সালের ১৪ জুলাই সিলেটে জন্মগ্রহণ করেন অনুপ ভট্টাচার্য। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের ‘তীরহারা এই ঢেউয়ের সাগর’ ‘রক্ত দিয়ে নাম লিখেছি’, ‘পূর্ব দিগন্তে সূর্য উঠেছে’, ‘নোঙর তোলো তোলো’—এমন অনেক ঐতিহাসিক সমবেত গানের অন্যতম কণ্ঠশিল্পী অনুপ ভট্টাচার্য।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়