Risingbd Online Bangla News Portal

ঢাকা     রোববার   ১৩ জুন ২০২১ ||  জ্যৈষ্ঠ ৩০ ১৪২৮ ||  ০১ জিলক্বদ ১৪৪২

 ‘শক্তিমান’ মারা যাননি

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৪৭, ১২ মে ২০২১   আপডেট: ১১:৪৯, ১২ মে ২০২১
 ‘শক্তিমান’ মারা যাননি

বলিউড তারকা অভিনয়শিল্পীদের মৃত্যু গুজব নতুন কিছু নয়। বেঁচে থেকেও অনেক তারকাকে নিজের মৃত্যুর সংবাদ শুনতে হয়েছে। এবার সেই তালিকায় নাম লেখালেন মুকেশ খান্না।

‘শক্তিমান’ টিভি ধারাবাহিকে অভিনয় করে বিশেষ খ্যাতি পান এই অভিনেতা। মঙ্গলবার (১১ মে) হঠাৎ করেই সামাজিক যোগাযোগমাধ্যমে তার মৃত্যুর খবরটি ছড়িয়ে পড়ে। ঘনিষ্ঠজনদের কাছ থেকে ফোন পেতে শুরু করেন মুকেশ। যদিও পরবর্তী সময়ে ফটো ও ভিডিও শেয়ারিং সাইট ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করে সেই গুঞ্জন উড়িয়ে দিয়েছেন তিনি।

মুকেশ খান্না বলেন, ‘এখানে আপনাদের বলতে এসেছি যে, আমি সম্পূর্ণ ঠিক আছি। সুস্থ আছি। গুজব মিথ্যা প্রমাণ করার জন্য এসেছি। যারা এই ধরনের মিথ্যা খবর ছড়ায়, তাদের কড়া ভাষায় নিন্দা করছি।’

এই অভিনেতা আরো বলেন, ‘আমি ভালো আছি কারণ আপনাদের সকলের শুভকামনা আমার সঙ্গে আছে। এত মানুষ যার ভালো চায়, তার কিছু খারাপ কীভাবে হবে! আমাকে নিয়ে উদ্বেগ প্রকাশের জন্য অনেক ধন্যবাদ। আমার কাছে অনেক ফোন আসছিল। তখন আমার মনে হলো দর্শকদের জানিয়ে দেওয়া উচিত আমি ভালো ও সুস্থভাবে বেঁচে আছি। সকলকে অনেক ধন্যবাদ।’

ঢাকা/মারুফ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়