ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

ইসরায়েল ইস্যু নিয়ে এক যুগ পর ইথুন বাবু-সুমন (ভিডিও)

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:১৮, ২১ মে ২০২১   আপডেট: ১৫:১৯, ২১ মে ২০২১

২০০২ সালে ‘একটা চাদর হবে’ শিরোনামের গান উপহার দিয়েছিলেন গীতিকার, সুরকার ইথুন বাবু ও কণ্ঠশিল্পী জেনস সুমন। মুক্তির পর এ গান শ্রোতাপ্রিয়তা লাভ করলেও শিল্পীর নাম, কণ্ঠ, গেটআপের কারণে সমালোচনার মুখে পড়েছিলেন জেনস সুমন।

অনেকটা বিরতির পর ২০০৮ সালে ইথুন বাবুর সুরে ‘মন চলো রূপের নগরে’ শিরোনামের গানে কণ্ঠ দেন জেনস সুমন। এরপর অনেকটা আড়ালে চলে যান এই শিল্পী।

দীর্ঘ প্রায় এক যুগ পর আবারো ফিরেছেন এ জুটি। তাদের নতুন গানের শিরোনাম ‘আতর গোলাপ জল’। এ গানের কথা, সুর-সংগীত করেছেন ইথুন বাবু। ফিলিস্তিনে গাজা দখলকে কেন্দ্র করে ইসরায়েলের সামরিক বাহিনীর হামলার খতিয়ান উঠে এসেছে এই গানে। বৃহস্পতিবার (২০ মে) গানটি ইবি মিউজিক টিভির ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে।

ইথুন বাবু বলেন—‘‘এতে বর্তমান অবস্থা তুলে ধরা হয়েছে। অর্থাৎ বিভীষিকাময় ইসরায়েলি আগ্রাসনে শিশুসহ নিহতদের স্মরণ করেছি। ‘একটা চাদর হবে’ গানটার কাহিনি যদি কেউ শুনে থাকেন অথবা ধারণ করে থাকেন, সেই প্রেক্ষাপট থেকে সুমনকে নিয়ে দারুণ একটা চেষ্টা ‘আতর গোলাপ জল’।’

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়