Risingbd Online Bangla News Portal

ঢাকা     শনিবার   ২৪ জুলাই ২০২১ ||  শ্রাবণ ৯ ১৪২৮ ||  ১২ জিলহজ ১৪৪২

ঢালিউডে ঋতুপর্ণা-অঙ্কুশ

প্রকাশিত: ১৪:৪৪, ২২ মে ২০২১   আপডেট: ১৭:০৫, ২২ মে ২০২১
ঢালিউডে ঋতুপর্ণা-অঙ্কুশ

ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। এক সময় নিয়মিত ঢালিউডের সিনেমায় তাকে দেখা গেছে। বেশ কয়েক বছর বিরতির পর ঋতুপর্ণাকে আবারও ঢাকার সিনেমায় দেখা যাবে বলে জানিয়েছেন শাপলা মিডিয়ার কর্ণধার সেলিম খান। তার বিপরীতে থাকবেন অঙ্কুশ হাজরা। অঙ্কুশ টলিউডের বর্তমান সময়রের জনপ্রিয় নায়ক।

শাপলা মিডিয়া প্রযোজিত ‘ছোট মা’ সিনেমায় দুজনকে জুটি বাঁধতে দেখা যাবে। সিনেমাটি নির্মাণ করবেন জাকির হোসেন রাজু। তত্ত্বাবধায়নে রয়েছেন অপূর্ব। চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন দেলোয়ার হোসেন দিলু।

অপূর্ব রাইজিংবিডিকে বলেন, ‘‘ছোট মা’ শুটিংয়ের জন্য প্রস্তুত। ঋতুপর্ণা-অঙ্কুশ দুজনের সঙ্গে চূড়ান্ত  কথা হয়েছে। করোনার কারণে শুটিংয়ে যেতে পারছি না। করোনা পরিস্থিতি ভালো হলে ঋতুপর্ণা-অঙ্কুশ ঢাকা আসবেন।’

পরিচালক সূত্রে জানা গেছে সিনেমাটির নাম ভূমিকায় অভিনয় করবেন ঋতুপর্ণা। এতে নায়িকার মায়ের চরিত্রে অভিনয় করবেন তিনি। তবে নায়িকার নাম এখনও চূড়ান্ত হয়নি।’

ঋতুপর্ণা সেনগুপ্ত ১৯৯৭ সালে পরিচালক মনোয়ার হোসেন খোকনের ‘স্বামী কেন আসামী’ দিয়ে ঢালিউডে ক্যারিয়ার শুরু করেন৷ এরপর ‘মেয়েরাও মানুষ’, ‘রাঙা বউ’, ‘একটি সিনেমার গল্প’সহ বেশকিছু সিনেমায় অভিনয় করেন তিনি।

এদিকে অঙ্কুশ হজরা বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার সিনেমা ‘আমি শুধু চেয়েছি তোমায়’ এবং ‘রোমিও বনাম জুলিয়েট’-এ অভিনয় করেছেন। 
 

ঢাকা/রাহাত সাইফুল

সর্বশেষ

পাঠকপ্রিয়