ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

‘ট্রিপল আর’ সিনেমার মুক্তি পেছাচ্ছে?

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:২১, ২৭ মে ২০২১   আপডেট: ১২:২৪, ২৭ মে ২০২১
‘ট্রিপল আর’ সিনেমার মুক্তি পেছাচ্ছে?

চলতি বছরের বহুল প্রতীক্ষিত তেলেগু সিনেমা ‘রুদ্রম রণম রুধিরাম’ বা ‘ট্রিপল আর’। এটি পরিচালনা করছেন ‘বাহুবলি’ সিনেমাখ্যাত পরিচালক এস এস রাজামৌলি। আগামী অক্টোবরে সিনেমাটির মুক্তির কথা থাকলেও তা পিছিয়ে যাচ্ছে বলে জানা গেছে।

নাম প্রকাশ না করে এই সিনেমার এক অভিনেতা স্পটবয় ডটকমকে বলেন, ‘এটি শুধু কোভিড রোগীর সংখ্যা বেড়ে যাওয়ার জন্য হচ্ছে তা নয়। আনুষাঙ্গিক অন্য কারণও রয়েছে। সিনেমার অন্যতম প্রধান নায়ক জুনিয়র এনটিআর কোভিড-১৯ টেস্টে পজিটিভ হয়েছেন। এর আগে আরেক নায়ক রাম চরণও করোনা আক্রান্ত হন। আলিয়া ভাট, যিনি এখনো শুটিং শুরু করেননি তিনিও কোভিড-১৯ পজিটিভ হয়েছিলেন। সবমিলিয়ে খুব বেশি ভালো পরিস্থিতিতে নেই।’

সিনেমার শুটিং এখনো অনেক বাকি উল্লেখ করে তিনি বলেন, ‘যদি কোভিড পরিস্থিতি স্বাভাবিকও হয়, তবুও সিনেমার শুটিং শেষ করে রাজামৌলি স্যার অক্টোবরে এটি মুক্তি দিতে পারবেন না।’

কবে নাগাদ সিনেমাটি মুক্তি পেতে পারে প্রশ্ন করা হলে এই অভিনেতা বলেন, ‘২০২২ সালের জানুয়ারির আগে নয়। এটি একটি অনুমান। তবে আরো দেরি হতে পারে।’

‘ট্রিপল আর’ প্রযোজনা করছেন ডিভিভি দানায়া। সিনেমাটির বাজেট ৪০০ কোটি রুপি। জুনিয়র এনটিআর, রাম চরণ ও আলিয়া ভাট ছাড়াও সিনেমাটিতে অভিনয় করছেন বলিউড অভিনেতা অজয় দেবগন। পাশাপাশি সিনেমাটিতে রে স্টেভেনসন, অলিভিয়া মরিস, অ্যালিসন ডুডির মতো আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন তারকাদের দেখা যাবে। তেলেগু ও তামিলের পাশাপাশি মালায়ালাম, হিন্দি, কন্নড়সহ বেশ কয়েকটি ভাষায় সিনেমাটি মুক্তি পাবে।

ঢাকা/মারুফ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়