Risingbd Online Bangla News Portal

ঢাকা     শনিবার   ২৪ জুলাই ২০২১ ||  শ্রাবণ ৯ ১৪২৮ ||  ১২ জিলহজ ১৪৪২

বাবার ছবি পোস্ট করে নতুন প্রজন্মের প্রতি চঞ্চলের বার্তা

প্রকাশিত: ১৭:১১, ৩০ মে ২০২১   আপডেট: ১৭:১১, ৩০ মে ২০২১
বাবার ছবি পোস্ট করে নতুন প্রজন্মের প্রতি চঞ্চলের বার্তা

বাবা-মায়ের প্রতি অভিনেতা চঞ্চল চৌধুরীর শ্রদ্ধা-ভালোবাসার কথা সবারই জানা। মাঝে মধ‌্যে বাবা-মায়ের সঙ্গে তোলা ছবি তাকে ফেসবুকে পোস্ট করতে দেখা যায়। এবার বাবার সঙ্গে কাটানো নির্মল একটি মুহূর্ত ফেসবুকে পোস্ট করে নতুন প্রজন্মের প্রতি বার্তা দিলেন এই অভিনেতা।

গুণী অভিনেতা চঞ্চল চৌধুরী ছবিটির ক‌্যাপশনে লিখেন, ‘‘আমাদের বাবা অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক। ছোটবেলা থেকে হাজার মানুষের মুখে শুনেছি—‘তুমি কিন্তু মাস্টারের ছাওয়াল। ঠিকমতো পড়াশোনা করা লাগবি, ভালো মানুষ হওয়া লাগবি, সৎ মানুষ হওয়া লাগবি বাপের মতন। তা না হলি কিন্তু তুমার বাবার মুখ থাকপিনে।’ মোটামুটি বাবার মুখ রাখার চেষ্টা এখনো করে চলেছি।’’

নতুন প্রজন্মের উদ্দেশ‌্য এই অভিনেতা লিখেন—‘নতুন প্রজন্মের সবাই যদি অন্তত বাবা-মায়ের মুখটা রাখার চেষ্টা করতো। দেশের মঙ্গল হতো।’

বিশ্ব মা দিবসে চঞ্চল চৌধুরী তার মায়ের সঙ্গে তোলা একটি ছবি ফেসবুকে পোস্ট করেছিলেন। পোস্টের কমেন্টে অনেকেই চঞ্চল চৌধুরী এবং তার মায়ের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানান। কিন্তু কেউ কেউ আবার প্রশ্ন তুলেন যে, চঞ্চল চৌধুরী হিন্দু কিনা। চঞ্চল চৌধুরীর ধর্ম বিশ্বাস নিয়ে পোস্টে ‘কুরুচিপূর্ণ’ মন্তব্য করেন তারা। এমন সাইবার হয়রানির ঘটনায় চঞ্চল চৌধুরীর পাশে দাঁড়ান অনেকেই। চলচ্চিত্র ও টিভি নাটকের নির্মাতা ও অভিনয়শিল্পীরা সাইবার অপরাধীদের শাস্তির দাবি তুলেন ফেসবুকে।

ঢাকা/রাহাত সাইফুল/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়