ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

৩ হাজার সিনেমাকর্মীকে সাহায্য করছেন যশ

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪০, ২ জুন ২০২১   আপডেট: ১২:৫০, ২ জুন ২০২১
৩ হাজার সিনেমাকর্মীকে সাহায্য করছেন যশ

‘কেজিএফ’ সিনেমাখ্যাত অভিনেতা যশ। কন্নড় সিনেমা ইন্ডাস্ট্রির ৩ হাজার সিনেমাকর্মীকে সাহায্যের অঙ্গীকার করেছেন তিনি।

মঙ্গলবার (১ জুন) মাইক্রোব্লগিং সাইট টুইটারে যশ জানান, কন্নড় সিনেমা ইন্ডাস্ট্রির কলাকুশলীদের ১.৫ কোটি রুপি অনুদান দেবেন তিনি। প্রত্যেকের অ্যাকাউন্টে নগদ এককালীন পাঁচ হাজার রুপি করে দেওয়া হবে।

ভারতে করোনা মহামারি ভয়াবহ আকার ধারণ করেছে। কাজ হারিয়ে বেকার হয়ে পড়েছেন খেটে খাওয়া মানুষ। লকডাউনের কারণে কন্নড় সিনেমা ইন্ডাস্ট্রির শুটিং বন্ধ। এতে আর্থিক সমস্যায় পড়েছেন শিল্পী ও টেকনিশিয়ানরা।

টুইটারে এক বিবৃতিতে যশ লিখেছেন, ‘কোভিড-১৯ অদৃশ্য শত্রু হয়ে আমাদের দেশের মানুষের জীবীকা অনিশ্চিত করে দিয়েছে। আমার কন্নড় ইন্ডাস্ট্রি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই কঠিন সময়ে সিনেমা ইন্ডাস্ট্রির ২১ শাখার তিন হাজার সদস্যকে সাহায্য করতে চাই। আমার আয় থেকে প্রত্যেকের অ্যাকাউন্টে পাঁচ হাজার রুপি অনুদান দিচ্ছি।’

‘রকিং স্টার’ হিসেবে পরিচিত তারকা যশ। তার পরবর্তী সিনেমা ‘কেজিএফ: চ্যাপটার টু’। প্রশান্ত নীল পরিচালিত এই সিনেমার বিভিন্ন চরিত্রে আরো অভিনয় করছেন— সঞ্জয় দত্ত, শ্রীনিধি শেঠি, অচ্যুত কুমার, নাসের, অনন্ত নাগ, রাভিনা ট্যান্ডন প্রমুখ। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে চলতি বছর সিনেমাটি মুক্তি পাবে।

ঢাকা/মারুফ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়