ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

কানের মার্শে দ্যু ফিল্মে নুহাশ হ‌ুমায়ূনের চলচ্চিত্র

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২৩, ৯ জুন ২০২১   আপডেট: ১৬:৩৫, ৯ জুন ২০২১
কানের মার্শে দ্যু ফিল্মে নুহাশ হ‌ুমায়ূনের চলচ্চিত্র

৭৪তম কান চলচ্চিত্র উৎসবের বাণিজ্যিক বিভাগ মার্শে দ্যু ফিল্ম-এর জন্য নির্বাচিত হয়েছে ‘মুভিং বাংলাদেশ’ চলচ্চিত্রটি। এটি পরিচালনা করেছেন নন্দিত কথাসাহিত‌্যিক হ‌ুমায়ূন আহমেদের পুত্র নুহাশ হ‌ুমায়ূন।

এ তথ‌্য নিশ্চিত করে নুহাশ হ‌ুমায়ূন বলেন, ‘আমার অভিষেক চলচ্চিত্র ‘মুভিং বাংলাদেশ’ কানের মার্শে দ্যু ফিল্ম-এর জন্য নির্বাচিত হয়েছে। চলচ্চিত্রটি নিয়ে আমরা কঠোর পরিশ্রম করেছি। এই প্রাপ্তি আমার জন্য খুবই উৎসাহের।’

ট্রাফিক সিগন্যালে অসুস্থ শিশুদের আটকে থাকার সত্য ঘটনা অবলম্বনে নির্মিত হচ্ছে চলচ্চিত্রটি। নগরীর যানজটে অতিষ্ঠ হয়ে একদল তরুণ উপায় বের করতে গিয়ে তৈরি করে একটি অ্যাপ। যার নাম পাঠাও। দেশে পাঠাও অ্যাপের যাত্রা শুরু ও শহুরে জীবন এর গল্পে উঠে এসেছে।

এর আগে নুহাশ হ‌ুমায়ূন বলেন, ২০১৯ সালে এ চলচ্চিত্রের চিত্রনাট্য রচনার কাজ শেষ কিরেন নুহাশ। তখন থেকেই চলছিল প্রস্তুতি। গল্পে ২০১৩-১৪ সালের ঢাকা উঠে আসবে। চিত্রনাট্যটি ভারতের প্রোডাকশন মার্কেট ফিল্ম বাজারে পাঠানো হয়েছিল। গত বছর সেখানে এটিই একমাত্র বাংলাদেশি চলচ্চিত্র হিসেবে নির্বাচিত হয়।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়