Risingbd Online Bangla News Portal

ঢাকা     বুধবার   ২০ অক্টোবর ২০২১ ||  কার্তিক ৪ ১৪২৮ ||  ১২ রবিউল আউয়াল ১৪৪৩

গর্ভনিরোধক পিলের বিজ্ঞাপনে ‘অন্তঃসত্ত্বা’ নুসরাত

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:২০, ১০ জুন ২০২১  
গর্ভনিরোধক পিলের বিজ্ঞাপনে ‘অন্তঃসত্ত্বা’ নুসরাত

অন্তঃসত্ত্বা হয়ে পড়েছেন অভিনেত্রী নুসরাত জাহান—এমন গুঞ্জন বেশ কয়েকদিন ধরেই উড়ছে। যদিও এ বিষয়ে তার কোনো বক্তব‌্য পাওয়া যায়নি। সন্তানের পিতৃপরিচয় নিয়েও চলছে সমালোচনা। এমন সময়ে নুসরাতের একটি বিজ্ঞাপনের ভিডিও সোশ‌্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। যা এখন ভাইরাল।

ভিডিওতে দেখা যায়—গর্ভনিরোধক পিলের প্রচার করছেন নুসরাত জাহান। এ নিয়ে নতুন জল্পনা শুরু হয়েছে নেটদুনিয়ায়। বিজ্ঞাপনটির শিরোনাম, ‘হার না মানা’। এতে সেই সমস্ত নারীর গল্প উঠে এসেছে, যারা সমাজের বিরুদ্ধে লড়াই করেছেন নিজেদের স্বার্থে।

এছাড়া নুসরাত জাহান তার ভেরিফায়েড ফেসবুকেও গর্ভনিরোধক পিলের প্রচার করছেন। গত ১ জুন এ বিষয়ে একটি পোস্ট দিয়েছেন বসিরহাটের এই সাংসদ। অবশ‌্য এ নিয়েও সমালোচনার মুখে পড়েছেন তিনি।

মাহবুব রহমান নামে একজন মন্তব‌্য করেছেন—‘আপনার লড়াই তো এখন নিখিলের সঙ্গে, আগে নিখিলের সঙ্গে লড়াই করে জয়ী হন তারপর যশের সঙ্গে যুদ্ধ করে জয়ী হয়ে জীবন শুরু করেন কেমন! কথায় আছে নিজে বাঁচি বাপের নাম। আগে নিজে ঠিক হন তারপর অন্যকে?’

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়