ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

সিনেমায় অশ্রাব্য ভাষা, নির্মাতার জেল, অতঃপর ছাড়পত্র

প্রকাশিত: ১৭:৩৩, ১০ জুন ২০২১  
সিনেমায় অশ্রাব্য ভাষা, নির্মাতার জেল, অতঃপর ছাড়পত্র

শাকিব খান অভিনীত ‘নবাব এলএলবি’ গত ১৬ ডিসেম্বর ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পায়। এরপরই অনলাইনে ভাইরাল হয় এই সিনেমার একটি দৃশ্য। ওই দৃশ্যে ধর্ষিতা নারী মামলা করার জন্য থানায় যান। সেখানে পুলিশের এসআই ওই নারীকে বিব্রতকর বিভিন্ন প্রশ্ন করেন। এই দৃশ্য নিয়ে বাধে বিপত্তি।

পুলিশকে হেয় করার অভিযোগে পর্নোগ্রাফি আইনে সিনেমাটির পরিচালক অনন্য মামুন এবং ওই দৃশ্যের অভিনেতা শাহীন মৃধার বিরুদ্ধে মামলা দায়ের করে পুলিশের সাইবার ক্রাইম ইউনিট। অভিযুক্তদের গ্রেপ্তারও করা হয়।

পরে সংলাপ কর্তন করে পুনরায় ছবিটি সেন্সরে জমা দেওয়া হয়। এবার কোনো আপত্তি ছাড়াই সেন্সর ছাড়পত্র পাচ্ছে ছবিটি। গত মঙ্গলবার (৮ জুন) বিনা কর্তনে সিনেমাটি প্রদর্শনে একমত হন সেন্সর বোর্ড সদস্যরা। বিষয়টি নিশ্চিত করেন সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যান জসীম উদ্দিন।

পরিচালক অনন্য মামুন এবং অভিযুক্ত অভিনেতা শাহীন মৃধা বর্তমানে জামিনে আছেন। এই সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করেন মাহিয়া মাহি, অর্চিতা স্পর্শিয়া।

ঢাকা/রাহাত সাইফুল 

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়