Risingbd Online Bangla News Portal

ঢাকা     বুধবার   ১৬ জুন ২০২১ ||  আষাঢ় ২ ১৪২৮ ||  ০৩ জিলক্বদ ১৪৪২

অবশেষে নায়িকার নাম প্রকাশ করলেন নির্মাতা

প্রকাশিত: ১৮:২৪, ১০ জুন ২০২১  
অবশেষে নায়িকার নাম প্রকাশ করলেন নির্মাতা

চলচ্চিত্র নির্মাণের আগে শিল্পী বাছাইয়ের ক্ষেত্রে সাধারণত প্রথমে নায়ক-নায়িকার নাম চূড়ান্ত করেন নির্মাতা। যদিও অনেক সময় চমক রাখতে নির্মাতা শুরুতেই নাম ঘোষণা করেন না। এমনটাই ঘটেছে যুগল নির্মাতা অপূর্ব-রানার ক্ষেত্রে।

কয়েক মাস আগে নায়ক বাপ্পিকে নিয়ে তিনি ‘যন্ত্রণা’ সিনেমার কাজ শুরু করলেও নায়িকার নাম প্রকাশ করতে চাননি। এ প্রসঙ্গে একাধিকবার পরিচালকের সঙ্গে যোগাযোগ করলে তিনি বিষয়টি এড়িয়ে যান। এরপর ভিন্ন মাধ্যম থেকে নায়িকার নাম জেনে যান এই প্রতিবেদক।   

সেই নায়িকা আর কেউ নন- জাহারা মিতু। যদিও পরে প্রতিবেদককে ফোন করে বিষয়টি নিশ্চিত করেছেন পরিচালক নিজেই।

গত ২৫ ফেব্রুয়ারি ঢাকার অদূরে মেঘনা নদীর তীরে ‘যন্ত্রণা’র শুটিং শুরু হয়। করোনার কারণে মাঝখানে শুটিং বন্ধ ছিল। আগামী ২২ জুন থেকে পুনরায় শুটিং শুরু হবে বলে রানা জানান।

এদিকে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ প্রতিযোগিতা থেকে উপস্থাপনায় এসে নজড় কাড়েন জাহারা মিতু। পরে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের দুই তারকা অভিনেতা শাকিব খান ও দেব’র সঙ্গে ‘আগুন’ ও ‘কমান্ডো’ দুই ছবিতে নাম লিখিয়ে আলোচিত হন। দুটি সিনেমাই মুক্তির অপেক্ষায় রয়েছে। 
 

ঢাকা/রাহাত সাইফুল

সর্বশেষ

পাঠকপ্রিয়