Risingbd Online Bangla News Portal

ঢাকা     রোববার   ২৫ জুলাই ২০২১ ||  শ্রাবণ ১০ ১৪২৮ ||  ১৩ জিলহজ ১৪৪২

অন্তর্জালে পোস্টার, এফডিসিতে মারপিট!

প্রকাশিত: ১৩:৫৬, ১২ জুন ২০২১  
অন্তর্জালে পোস্টার, এফডিসিতে মারপিট!

চলচ্চিত্র প্রযোজক ইকবাল পরিচালিত প্রথম সিনেমা ‘রিভেঞ্জ’। সিনেমায় অভিনয়ের জন্য তিনি মিশা সওদাগর, রোশা এবং শবনম বুবলীকে চুক্তিবদ্ধ করেন।

গত ১১ জুন সিনেমার পোস্টার অন্তর্জালে প্রকাশ করা হয়। এরপর আজ থেকে বিএফডিসিতে শুরু হয় সিনেমার শুটিং। শুটিংয়ের প্রথম দিনেই ছিল মারপিটের দৃশ্য। যে কারণে শুটিং স্পটের অনেকেই কৌতুক করে বলেন- ‘অন্তর্জালে পোস্টার দিতেই এফডিসিতে মারপিট শুরু হয়ে গেছে!’

এ প্রসঙ্গে ইকবাল রাইজিংবিডিকে বলেন, ‘পোস্টার প্রকাশ করার পর বেশ ভালো সারা পাচ্ছি। অনেকেই রোশানের লুকের প্রশংসা করেছেন। আজ এফডিসিতে শুটিং শুরু হলো। আগামী ১৬ জুন বুবলী শুটিংয়ে অংশ নেবেন।’

প্রকাশিত পোস্টারে রোশানকে প্রতিবাদী লুকে দেখা গেছে। শরীরে রক্ত এবং মুখে কাটার দাগ। তার হাতে কুড়াল।

পোস্টার বলে দিচ্ছে এটি অ্যাকশননির্ভর সিনেমা। রোশানের পাশাপাশি বুবলীকেও মারপিটের দৃশ্যে অভিনয় করতে দেখা যাবে। চলচ্চিত্রটি প্রযোজনা করছে অনুরাগ ট্রেডার্স।
 

ঢাকা/রাহাত সাইফুল

সর্বশেষ

পাঠকপ্রিয়