Risingbd Online Bangla News Portal

ঢাকা     রোববার   ২৫ জুলাই ২০২১ ||  শ্রাবণ ১০ ১৪২৮ ||  ১৩ জিলহজ ১৪৪২

শিক্ষার্থীদের আম খাওয়ালেন নওশাবা

প্রকাশিত: ১৬:১৭, ১৩ জুন ২০২১  
শিক্ষার্থীদের আম খাওয়ালেন নওশাবা

দীর্ঘদিন ধরে মঞ্চ, ছোট পর্দা ও বড় পর্দায় নিয়মিত অভিনয় করছেন কাজী নওশাবা। অভিনয়ের পাশাপাশি বিভিন্ন সময় সমাজ সেবামূলক কাজ করেন। বিশেষ করে শিশুদের সঙ্গে সবসময়ই এসব কাজে বেশ উৎসাহী এই অভিনেত্রী। এবার সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে অন্যরকম এক বিকেল কাটালেন তিনি। রোববার (১২ জুন) ঢাকা উদ্যানের সুইচ তাহমিনা বানু বিদ্যানিকেতনের শিক্ষার্থীদের আম, লিচু খাওয়ান নওশাবা।

তাহমিনা বানু বিদ্যানিকেতনের শিক্ষার্থীরা ঢাকা উদ্যানের বস্তির ছেলে-মেয়ে। তাদেরকে মৌসুমী ফলের স্বাদ দিতে এই উৎসবের আয়োজন করে স্কুলটির পৃষ্ঠপোষক সংগঠন সুইচ-বাংলাদেশ ফাউন্ডেশন। ফল উৎসব ছাড়াও নওশাবা বাচ্চাদের সঙ্গে সাংস্কৃতিক ও খেলাধুলাতেও অংশ নেন।

নওশাবা বলেন, ‘বঞ্চিত শিশুরা নরমালি মৌসুমী ফল খেতে পারে না। তারা যেন মৌসুমী ফল খেতে পায় তার জন‌্যই এই ফল উৎসব করা হয়েছে। শিশুদের নিয়ে আমি নিয়মিত কাজ করছি। এটা রেগুলার করতে যাই।’

নওশাবা অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘কসাই’। সর্বশেষ ‘ছায়াবৃক্ষ’ সিনেমার শুটিং করেন তিনি। সিনেমাটির কিছু অংশের শুটিং বাকি রয়েছে। এছাড়াও তার হাতে বেশ কিছু কাজ রয়েছে।

ঢাকা/রাহাত সাইফুল/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়