Risingbd Online Bangla News Portal

ঢাকা     শনিবার   ২৪ জুলাই ২০২১ ||  শ্রাবণ ৯ ১৪২৮ ||  ১২ জিলহজ ১৪৪২

‘পোস্টার’-এ নওশাবা

প্রকাশিত: ১৬:০৮, ১৬ জুন ২০২১  
‘পোস্টার’-এ নওশাবা

দীর্ঘদিন ধরে মঞ্চ, ছোটপর্দায় নিয়মিত অভিনয় করছেন কাজী নওশাবা। তিনি চলচ্চিত্রে নিয়মিত মুখ। এবার এই অভিনেত্রীকে  ‘পোস্টার’ সিনেমায় প্রধান চরিত্রে দেখা যাবে। সাইফ চন্দন পরিচালিত এই সিনেমায় নওশাবা গ্রামের মেয়ের চরিত্রে অভিনয় করবেন বলে পরিচালক জানান।

সাইফ চন্দন জানান, ‘পোস্টার’ মূলত সম্পর্কের গল্প। যেখানে সম্পর্কগুলো প্রয়োজনে আসে, তৈরি হয়, আবার প্রয়োজন শেষেই মিলিয়ে যায়। সবাই ছোটে সাকসেস-এর পেছনে। কিন্তু সেই সাকসেসের জন্যে কত সম্পর্ক পিছিয়ে যায়, কত শত অন্যায় হয়- তার দিকে যেন কেউ ফিরেও তাকায় না।

সিনেমায় নিজের চরিত্র প্রসঙ্গে নওশাবা বলেন, ‘পোস্টার’  সাধারণত আমরা যা দেখি সেই ধরনের গল্প নয়। আমার চরিত্রটিও সুন্দর। মূলত মফস্বল থেকে এ শহরে উঠে আসা একজন স্বপ্নবাজ নারী। যে কিনা মানুষের মন নিয়ে ভাবে।’ 

নওশাবা ছাড়াও এই সিনেমায় আরো অভিনয় করছেন সাঞ্জু জন, আফ্রি সেলিনা, সাইফ, অলংকার, রাশেদ মামুন অপু, সঞ্চিতা, শিবাসানু, ডন, স্বাধীন, জাহিদ, রেশমিসহ অনেকে।
 

ঢাকা/রাহাত সাইফুল

সর্বশেষ

পাঠকপ্রিয়