ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

কিংবদন্তি মিলখার জন্য পর্দার মিলখার শোক

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:১৩, ১৯ জুন ২০২১   আপডেট: ০৩:২১, ২০ জুন ২০২১
কিংবদন্তি মিলখার জন্য পর্দার মিলখার শোক

না ফেরার দেশে মিলখা সিং। ভারতের কিংবদন্তি এই দৌড়বিদের বায়োপিকে অভিনয় করেন অভিনেতা-নির্মাতা ফারহান আখতার। সামাজিক যোগাযোগমাধ্যমে মিলখা সিংকে নিয়ে আবেগঘন একটি পোস্ট করেছেন তিনি।

মিলখা সিংয়ের সঙ্গে একটি ছবি পোস্ট করে ফারহান লিখেছেন, ‘আপনি নেই আমার ভেতরের একটি অংশ এখনো এটি মানতে পারছে না। সম্ভবত এই জায়গাতে আপনাকে খুব বেশি করে রেখেছিলাম। এটি সেই জায়গা যেটি কিছু ভাবলে কখনো হাল ছাড়ে না। আর সত্যটা হলো আপনি সব সময়ই বেঁচে থাকবেন।’

দীর্ঘ এই পোস্টে মিলখা সিংয়ের কঠোর পরিশ্রম ও অধ্যাবসায়ের বিষয়টিও তুলে ধরেছেন ফারহান। এই অভিনেতা জানান, মিলখা সিং ছিলেন সবার অনুপ্রেরণার উৎস। তিনি লিখেছেন, ‘কঠোর পরিশ্রম, সততা ও অধ্যাবসায় কীভাবে একজনকে নিজের পায়ে দাঁড়াতে ও আকাশ ছুঁতে সাহায্য করে আপনি তার উদাহরণ। আপনি আমাদের সকলকে ছুঁয়ে গেছেন। যারা আপনার সন্তান ও বন্ধু সত্যিই সৌভাগ্যবান। আর যারা নন, তাদের কাছে আপনার গল্পটাই সাফল্যের জন্য অনুপ্রেরণা।’

রাকেশ ওমপ্রকাশ মেহরা পরিচালিত ‘ভাগ মিলখা ভাগ’ সিনেমাটি দর্শক ও সমালোচকদের ভূয়সী প্রশংসা পেয়েছে। সিনেমাটি দেখার পর মিখলা সিং বলেছিলেন, ‘পর্দায় নিজেকে যেভাবে দেখতে চেয়েছি ফারহান ঠিক তেমনটাই ছিলেন।’

মিলখা সিং এশিয়ান গেমসে ৪ বার সোনা জিতেছিলেন। ১৯৫৮ সালে তিনি কমনওয়েলথ গেমস চ্যাম্পিয়ন হন। আর ১৯৬০ সালের রোম অলিম্পিকে ৪০০ মিটার স্প্রিন্টের ফাইনালে চতুর্থ হয়েছিলেন। এ ছাড়া ১৯৫৬ এবং ১৯৬৪ সালে তিনি অলিম্পিকে ভারতের প্রতিনিধিত্ব করেন। ১৯৫৯ সালে তাকে পদ্মশ্রী পুরস্কারেও সম্মানিত করা হয়েছিল।

গত মাসে করোনায় আক্রান্ত হয়েছিলেন মিলখা সিং। শুক্রবার (১৮ জুন) দিবাগত রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ৯১ বছর বয়সী এই দৌড়বিদ।

ঢাকা/মারুফ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়