Risingbd Online Bangla News Portal

ঢাকা     রোববার   ২৫ জুলাই ২০২১ ||  শ্রাবণ ১০ ১৪২৮ ||  ১৩ জিলহজ ১৪৪২

বিয়ের খবর প্রকাশের আগেই এলো শখের অন্তঃসত্ত্বার খবর

প্রকাশিত: ১৭:২৫, ১৯ জুন ২০২১   আপডেট: ১৭:৩৩, ১৯ জুন ২০২১
বিয়ের খবর প্রকাশের আগেই এলো শখের অন্তঃসত্ত্বার খবর

তারকাদের প্রেম, বিয়ের খবর সাধারণত গোপন থাকে। ভক্তদের চোখ ফাঁকি দিয়ে তারা আড়ালে প্রেম, বিয়ে করেন। কোনোক্রমেই চান না ব্যক্তিগত ঘটনাগুলো পাঁচ কান হোক। তারপরও ঘটনা এক সময় ঠিকই প্রকাশ্যে আসে। এমনটাই ঘটেছে ছোটপর্দার অভিনেত্রী আনিকা কবির শখের ক্ষেত্রে।

শখ-নিলয়ের প্রেম, বিয়ে পুরনো খবর। সেই সংসার ভেঙে গেছে- এই খবরও সবার জানা। নতুন খবর হলো, গোপনে দ্বিতীয় বিয়ে করেছেন এই অভিনেত্রী এবং তিনি মা হতে যাচ্ছেন।

এমন গুঞ্জন ছড়িয়ে পড়েছে মিডিয়া পাড়ায়। তবে বিষয়টি নিয়ে শখের কোনো মন্তব্য পাওয়া যায়নি।  

শখের ঘনিষ্ঠ বন্ধু ও নির্মাতা (নাম প্রকাশে অনিচ্ছুক) রাইজিংবিডিকে বলেন, ‘শখ দ্বিতীয় বিয়ে করেছেন আগেই। এটা আমরা জানি। তবে মা হতে যাচ্ছেন কিনা- আমার জানা নেই।’ তবে এ বছর ঈদে শখের হাতে কাজে নেই জানিয়ে সেই নির্মাতা বলেন, ‘হতে পারে এ কারণেই সে কাজ নেয়নি। তবে বেশ কিছুদিন হলো আমার সঙ্গে শখের কোনো কথা হয়নি।’

গত বছর ১২ মে পারিবারিক আয়োজনে শখের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। স্বামীর নাম রহমান জন। তিনি পেশায় ব্যবসায়ী। দ্বিতীয় বিয়ের খবর মিডিয়ায় প্রকাশ করেননি শখ। এ বিষয়ে জানতে এই প্রতিবেদক একাধিকবার ফোন করলেও ফোন কল রিসিভ করেননি শখ। 

শখ বর্তমানে স্বামীর বাড়ি গাজীপুরে আছেন বলে জানা গেছে।
 

ঢাকা/রাহাত সাইফুল

সর্বশেষ

পাঠকপ্রিয়