ঢাকা     মঙ্গলবার   ২৩ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১০ ১৪৩১

‘লজ্জায়, ঘেন্নায় আত্মহত্যা করতে ইচ্ছে করছে’

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:২৪, ২০ জুন ২০২১   আপডেট: ০৮:৫৪, ২১ জুন ২০২১
‘লজ্জায়, ঘেন্নায় আত্মহত্যা করতে ইচ্ছে করছে’

কাঞ্চন মল্লিকের সঙ্গে শ্রীময়ী

‘কৃষ্ণকলি’ খ্যাত টেলিভিশন অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজের সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়িয়েছেন টলিউড অভিনেতা ও তৃণমূল সাংসদ কাঞ্চন মল্লিক—এমন গুঞ্জন বেশ কিছু দিন ধরেই উড়ছে। আর কাঞ্চন মল্লিকের স্ত্রী পিংকি বন্দ‌্যোপাধ‌্যায়ও এমন অভিযোগ করেছেন। শুধু তাই নয়, শনিবার (১৯ জুন) রাতে কলকাতার নিউ আলিপুর থানায় কাঞ্চন ও শ্রীময়ীর বিরুদ্ধে মামলা দায়ের করেছেন পিংকি।

মামলার খবর প্রকাশ‌্যে আসার পর মানসিকভাবে ভেঙে পড়েছেন শ্রীময়ী। তার দাবি—কাঞ্চন মল্লিকের সঙ্গে তার পরকীয়ার সম্পর্ক নেই। এ অভিনেত্রী বলেন, ‘পিংকি বন্দ্যোপাধ্যায় সম্ভবত প্রচারের আলো টানতে আমাকে আর কাঞ্চন মল্লিককে জড়িয়ে এই নোংরা খেলায় মেতেছেন। লজ্জায়, ঘেন্নায় আত্মহত্যা করতে ইচ্ছে করছে।’

বিষয়টি বোঝানোর জন‌্য গতকাল (১৯ জুন) পিংকি বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলতে চেয়েছেন শ্রীময়ী। কিন্তু তিনি ফোন কেটে দেন। অনুরোধ জানিয়ে শ্রীময়ী বলেন, ‘দোহাই পিংকিদি, কথা বলো, এভাবে নিজের মনগড়া কাহিনি সব জায়গায় বলে প্রচারের আলো টেনো না। আমিও মেয়ে। আমারও পরিচিতি আছে। আমায় কেন এভাবে অকারণে কলঙ্কিত করছো?’

পিংকি-কাঞ্চনের চেতলার বাড়িতেও গিয়েছেন শ্রীময়ী। কাঞ্চনের স্ত্রীর সঙ্গে তার সখ‌্যতা রয়েছে বলেও দাবি করেন শ্রীময়ী। কিন্তু কাঞ্চনের স্ত্রী তা মানতে নারাজ। এ বিষয়ে শ্রীময়ী বলেন, ‘‘ সংবাদমাধ্যমে পিংকিদি বলেছেন, ‘দুজন প্রাপ্তবয়স্ক মানুষ প্রেম করতেই পারেন।’ এভাবে কথা ঘুরিয়ে পিংকিদি কাঞ্চনদার সঙ্গে আমার স্নেহের সম্পর্ককে পরকীয়ার তকমা দিয়ে দিলেন! পিংকিদির ভেবেচিন্তে এই মন্তব্য করা উচিত ছিল। আমি যদি কাঞ্চন মল্লিকের সঙ্গে নিজেকে জড়াতেই চাইব তা হলে ভালোভাবে জড়াব, পরকীয়া করে নয়।’’

কাঞ্চন মল্লিক ও পিংকি বন্দ‌্যোপাধ‌্যায়ের দীর্ঘ দিনের দাম্পত‌্য জীবন। এ সংসারে তাদের আট বছর বয়েসী একটি পুত্রসন্তান রয়েছে। কিন্তু কাঞ্চন তার ছেলের খোঁজখবর রাখেন না। এ বিষয়ে পিংকি বলেন, ‘সন্তানের খোঁজ রাখে না কাঞ্চন। ছেলের স্কুলের মাইনে কাঞ্চন দিলেও তার সঙ্গে ফোনে কথা বলার সময়ও নেই তার। গত ৮-৯ বছরে স্বামীকে নিয়ে কখনো কিছু বলিনি। তবে এখন ধৈর্যের বাঁধ ভেঙে গেছে।’

ঢাকা/শান্ত

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়