Risingbd Online Bangla News Portal

ঢাকা     বৃহস্পতিবার   ০৫ আগস্ট ২০২১ ||  শ্রাবণ ২১ ১৪২৮ ||  ২৪ জিলহজ ১৪৪২

আবারো একসঙ্গে তারা তিনজন

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৫০, ২১ জুন ২০২১  
আবারো একসঙ্গে তারা তিনজন

‘বড় ছেলে’ খ‌্যাত নির্মাতা মিজানুর রহমান আরিয়ান। জিয়াউল ফারুক অপূর্ব ও মেহজাবীন চৌধুরীকে নিয়ে নাটকটি নির্মাণ করেন তিনি। ঈদুল আজহা উপলক্ষে আবারো এক হলেন এই তিনজন। নির্মাণ করলেন একক নাটক ‘যদি কোনোদিন’।

জানা যায়, নামকরা একজন চিকিৎসকের চরিত্রে অভিনয় করেছেন জিয়াউল ফারুক অপূর্ব। অন্যদিকে ঘটনাচক্রে এই চিকিৎসকের প্রতি বেশ ক্ষুব্ধ থাকেন মেহজাবীন। তার দাবি, অপূর্বর ভুল অপারেশনের কারণে তার পরিবারে নেমে এসেছে ঘন অন্ধকার। নাটকটির চিত্রনাট্যও রচনা করেছেন নির্মাতা মিজানুর রহমান আরিয়ান।

এই নির্মাতা বলেন—‘গল্পটি ভালো। শুটিংটাও ভালো করেছি। আর পাত্র-পাত্রীর অভিনয় প্রসঙ্গে তো নতুন করে কিছু বলার নেই। আশা করছি, ভালো কিছুই হবে।’

গত সপ্তাহে নাটকটির দৃশ‌্যধারণের কাজ শেষ হয়েছে। সিএমভির ব্যানারে নির্মিত হয়েছে নাটকটি। প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পু জানান, আগামী ঈদুল আজহায় সিএমভির ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে এটি।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়