ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

‘নানি আমাকে চার-পাঁচবার কাঁদিয়েছেন’

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:৩৪, ২৪ জুন ২০২১   আপডেট: ০৯:৩৮, ২৪ জুন ২০২১
‘নানি আমাকে চার-পাঁচবার কাঁদিয়েছেন’

ভারতের তেলেগু সিনেমার অন্যতম জনপ্রিয় অভিনেতা ঘান্টা নবীন বাবু। তবে নানি হিসেবেই সকলের কাছে পরিচিত তিনি। অভিনয় দক্ষতা দিয়ে ভক্তদের মনে জায়গা করে নিয়েছেন। তার অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘জার্সি’। বলিউডে রিমেক হচ্ছে নানির এই সিনেমা। এতে নানির চরিত্রে দেখা যাবে ‘কবীর সিং’ খ‌্যাত অভিনেতা শহিদ কাপুরকে।

শহিদ কাপুর তেলেগু ভাষার ‘জার্সি’ সিনেমাটি বেশ কয়েকবার দেখেছেন। মুগ্ধ হয়েছেন নানির অভিনয় দেখে। সেই অভিজ্ঞতার কথা জানিয়েছেন তিনি। ইন্ডিয়ান এক্সপ্রেসকে শহিদ কাপুর বলেন—‘সিনেমাটি একাধিকবার দেখেছি। এটি দেখার সময়ে নানি আমাকে চার-পাঁচবার কাঁদিয়েছেন।’

দীর্ঘ অভিনয় ক‌্যারিয়ারে অনেক সিনেমায় অভিনয় করেছেন শহিদ কাপুর। কিন্তু সিনেমার গল্প নিয়ে তার কোনো ভাবনা ছিল না। এখন এই ভাবনা থেকে বেরিয়ে এসেছেন তিনি। তার ভাষায়—‘‘আমার বয়স ৪০ বছর। এটা সবাই জানেন। আইএমডিবি বা গুগলে সার্চ করলেও মানুষ তা জেনে নিতে পারেন। সুতরাং গল্প ভালো লাগলে সিনেমা করব। সত‌্যি আমি ভালো গল্প বলতে চাই। আমি আমার ক‌্যারিয়ারে গল্প ছাড়া অনেক সিনেমায় অভিনয় করেছি। দেরিতে হলেও আমি ভালো গল্পের গুরুত্ব অনুধাবন করতে পেরেছি। আমি এখন সেই সিনেমায় অভিনয় করতে চাই, যেটার গল্প ভালো। ‘জার্সি’ একটি পারিবারিক গল্প নির্ভর সিনেমা, যা আমার খুব পছন্দের।’’

শহিদের এ সিনেমায় অভিনেত্রী রাশমিকা মান্দানার অভিনয় করার কথা ছিল। কিন্তু ২০১৯ সালের নভেম্বরে নির্মাতারা ঘোষণা দেন রাশমিকা নন, এতে তার পরিবর্তে অভিনয় করবেন ম্রুনাল ঠাকুর। একই বছরের ডিসেম্বরে সিনেমাটির শুটিং শুরু হয়। ২০২০ সালের জানুয়ারিতে শুটিং করতে গিয়ে আহত হন শহিদ কাপুর। একই বছরের ২১ আগস্ট মুক্তির কথা ছিল। কিন্তু করোনা সংকটের কারণে তা সম্ভব হয়নি। এটি আগামী ৫ নভেম্বর মুক্তির কথা রয়েছে।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়