ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

‘মেসি হাসবেন বিজয়ের হাসি’ 

আমিনুল ইসলাম শান্ত || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:০৮, ৯ জুলাই ২০২১   আপডেট: ১৯:২৯, ১০ জুলাই ২০২১
‘মেসি হাসবেন বিজয়ের হাসি’ 

নাট্যনির্মাতা-অভিনেতা কচি খন্দকারের বাবা পেশাদার ফুটবলার ছিলেন। তিনি নিজেও ভালো ফুটবল খেলতেন। যে কারণে ফুটবল নিয়ে তার উন্মাদা একটু বেশি! আগামী ১১ জুলাই কোপা আমেরিকার চূড়ান্ত আসর। এতে তার প্রিয় দল আর্জেন্টিনা মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের। কচি খন্দকারের বিশ্বাস, বিজয়ের হাসি হাসবেন লিওনেল মেসি।

রাইজিংবিডির সঙ্গে আলাপকালে কচি খন্দকার বলেন, ‘আমি চাই আমার প্রিয় দল আর্জেন্টিনা জিতুক। এই কাপ জয়ের মাধ্যমে দীর্ঘ দিনের খরা কাটুক। শেষ ম্যাচে মেসি রক্তাক্ত হওয়ার পরও মাঠ ছাড়েননি। এতে মেসির প্রতি আমার ভালোবাসা আরে বেড়ে গেছে। চাই, এই কাপ এবার মেসির হাতে সৌন্দর্যবর্ধন করুক।’

তার প্রত্যাশা কোপা আমেরিকা কাপের পর আর্জেন্টিনা যেন বিশ্বকাপ জয় করে। এ দুটি কাপ যদি মেসি পেয়ে যান, তবে সর্বকালের সেরা একজন খেলোয়াড়কে যথার্থ সম্মান জানানো হবে বলে মনে করেন এই অভিনেতা।

১৯৮৬ সাল থেকে আর্জেন্টিনার সাপোর্টার কচি খন্দকার। খেলাকে কেন্দ্র করে কষ্ট ও আনন্দের স্মৃতি রয়েছে। কচি খন্দকার বলেন, ‘১৯৯০ সালে বিশ্বকাপে আর্জেন্টিনা পরাজিত হওয়ার পর খুব কষ্ট পেয়েছিলাম।  সেই স্মৃতি এখনো মনে আছে। এই খেলাটা আমার জীবনের একটা অশান্তি। রেফারির পক্ষপাতদুষ্ট পরিচালনা এখনো মনকে পীড়া দেয়। ছিয়াশির বিশ্বকাপ জয় ও নব্বইয়ের পরাজয়— আমার কাছে খুব স্মরণীয়।’

ফুটবল নিয়ে চলচ্চিত্র নির্মাণ করতে যাচ্ছেন কচি খন্দকার। এ বিষয়ে এই পরিচালক বলেন, ‘‘মাই ডিয়ার ফুটবল’ নামে একটি সিনেমা তৈরি করতে যাচ্ছি। আপাতত মোশাররফ করিমের কাস্ট চূড়ান্ত করেছি। আগামী আগস্টে সিনেমাটির শুটিং শুরু করার ইচ্ছে আছে। বিশ্বকাপের আগে এটি মুক্তি দিতে চাই।’’

** মেসিকে নিয়ে গাইলেন হিরো আলম (ভিডিও)
** বলিউড তারকাদের কে ব্রাজিল, কে আর্জেন্টিনা?
** ব্রাজিলের জার্সি পরে অপু বললেন ‘দেখা হবে মারাকানায়’
** আমার ক্রাশ মেসি: পূজা চেরি
** আর্জেন্টিনা আমার ছেলেবেলার প্রেম : সুমী
** কাওয়ালি গানে ব্রাজিল-আর্জেন্টিনা (ভিডিও)      

ঢাকা/তারা

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়