Risingbd Online Bangla News Portal

ঢাকা     বুধবার   ০৪ আগস্ট ২০২১ ||  শ্রাবণ ২০ ১৪২৮ ||  ২৩ জিলহজ ১৪৪২

‘ছাগলের পিঠ থেকে পড়ে ঈদ কেটেছে হাসপাতালে’ 

আমিনুল ইসলাম শান্ত || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২৮, ২২ জুলাই ২০২১   আপডেট: ১৭:০৩, ২২ জুলাই ২০২১
‘ছাগলের পিঠ থেকে পড়ে ঈদ কেটেছে হাসপাতালে’ 

‘মিস ইউনিভার্স বাংলাদেশ-২০২০’ বিজয়ী মডেল-অভিনেত্রী তানজিয়া জামান মিথিলা। করোনা সংকটের কারণে ঘরবন্দি সময় পার করছেন। মিথিলার বন্ধুবান্ধব, আত্মীয় অনেকে করোনায় আক্রান্ত। যে কারণে মিথিলার এবারের ঈদ এসেছে শোক নিয়ে। ঈদে তিনি রাখেননি বাড়তি কোনো আয়োজন।

মিথিলা রাইজিংবিডিকে বলেন, ‘আমার আশেপাশের অনেক বন্ধুবান্ধব করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। আমার খুব কাছের একজন আত্মীয়ও মারা গেছেন। প্রতিদিন শুনছি, পরিচিতদের মধ্যে কেউ না কেউ কোভিডে আক্রান্ত হচ্ছেন। যে কারণে মনটা একদম ভালো নেই। আল্লাহর কাছে একটাই চাওয়া- কোভিড থেকে যেন সবাই মুক্তি পাই।’

এবার কোরবানি দেননি মিথিলা। বরং ওই অর্থ যাকাত হিসেবে দুস্থদের মধ্যে বিতরণ করেছেন। মিথিলা বলেন, ‘কোরবানিকে কেন্দ্র করে অনেক মানুষের জমায়েত হয়। মূলত এটি এড়ানোর জন্যই এই সিদ্ধান্ত নিয়েছি। তাছাড়া ঈদে কোথাও বের হবো না। ঘরেই আছি।’

ছোটবেলার কোরবানির ঈদের স্মৃতি ভক্তদের সঙ্গে ভাগ করেছেন মিথিলা। এ অভিনেত্রী বলেন, ‘ছোটবেলার একটি ঘটনা এখনো মনে গেঁথে আছে। ঘটনাটি কোরবানির ঈদে ঘটেছিল। আমি তখন ক্লাস ফাইভে পড়ি। কোরবানি দেয়ার জন্য আমাদের একটা গরু ও ছাগল কেনা হয়েছিল সেবার। ছাগলটি অনেক বড় ছিল। আসলে ছোট সময়ে সবাই একটু দুষ্টু প্রকৃতির থাকে। আমিও ওরকম ছিলাম। যাই হোক, ঈদের দিন সকালে ওই ছাগলের পিঠে উঠে ঘোড়ার মতো করে দৌড়ানোর চেষ্টা করছিলাম। হঠাৎ ছাগলটি উল্টে পড়ে যায়, তখন আমিও পড়ে যাই। পড়ে গিয়ে খুব ব্যথা পেয়েছিলাম। ঈদের দিন সকালে আমাকে হাসপাতালে ভর্তি করা হয়।’

বেশ কিছু নতুন কাজের বিষয়ে কথা হচ্ছে মিথিলার। কিন্তু কোভিডের কারণে সব কাজ আটকে আছে। পরিস্থিতি স্বাভাবিক হলে কাজে ফিরবেন বলে জানান এই অভিনেত্রী। 

ঢাকা/তারা

সর্বশেষ

পাঠকপ্রিয়