Risingbd Online Bangla News Portal

ঢাকা     বৃহস্পতিবার   ২৩ সেপ্টেম্বর ২০২১ ||  আশ্বিন ৮ ১৪২৮ ||  ১৪ সফর ১৪৪৩

মুখ ও মুখোশ চলচ্চিত্রের জহরত আর নেই

প্রকাশিত: ১৯:০১, ২৩ জুলাই ২০২১   আপডেট: ১৯:০২, ২৩ জুলাই ২০২১
মুখ ও মুখোশ চলচ্চিত্রের জহরত আর নেই

বাংলাদেশের প্রথম সবাক চলচ্চিত্র ‘মুখ ও মুখোশ’-এর অভিনেত্রী জহরত আরা মারা গেছেন।

গত ১৯ জুলাই, লন্ডনের একটি হোম কেয়ারে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই অভিনেত্রী (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রাইজিংবিডিকে এসব তথ‌্য নিশ্চিত করেছেন চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান।

মৃত‌্যুকালে জহরত আরার বয়স হয়েছিল অন্তত ৮০ বছর। তিনি দীর্ঘ দিন ধরেই বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছিলেন। অবশেষে পৃথিবীর মায়া ত্যাগ করে না ফেরার দেশে পাড়ি জমালেন।

১৯৫৩ সালে ‘মুখ ও মুখোশ’ চলচ্চিত্রের নির্মাণ কাজ শুরু হয়। ১৯৫৪ সালের ৬ আগস্ট হোটেল শাহবাগে চলচ্চিত্রটির মহরত অনুষ্ঠিত হয়। আবদুল জব্বার খান পরিচালিত এ চলচ্চিত্র ১৯৫৬ সালের ৩ আগস্ট মুক্তি পায়। ‘মুখ ও মুখোশ’-এর পথ ধরেই এগিয়ে যায় বাংলাদেশের চলচ্চিত্রশিল্প।

জহরত আরার জন্ম ঢাকায়। পঞ্চাশের দশকে বেতার ও মঞ্চে অভিনয় করেছেন তিনি। এছাড়া একজন অ্যাথলেটও ছিলেন গুণী এই নারী। সিনেমার পাশাপাশি ভাষা আন্দোলনেও ছিল তার ভূমিকা।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ