ঢাকা     বুধবার   ২৪ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১১ ১৪৩১

সামাজিক যোগাযোগমাধ্যমেও শোকের ছায়া 

প্রকাশিত: ১৮:৫৩, ২৪ জুলাই ২০২১  
সামাজিক যোগাযোগমাধ্যমেও শোকের ছায়া 

গণসংগীতশিল্পী ফকির আলমগীরের মৃত্যুতে দেশের সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। বরেণ্য শিল্পীকে স্মরণ করে অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে শ্রদ্ধা জ্ঞাপন করেছেন।

সাংস্কৃতিক ব্যক্তিত্ব গোলাম কুদ্দুস ফেইসবুক পোস্টে ফকির আলমগীর স্মরণে লিখেছেন: ‘অবশেষে নক্ষত্রের পতন। তাঁর আত্মার চিরশান্তি কামনা করছি।'

সংগীতশিল্পী, সংসদ সদস্য মমতাজ লিখেছেন: ‘বিনম্র শ্রদ্ধা ফকির ভাই। ওখানে বাদশা হয়ে থাকবেন।’

‘ফকির আলমগীরকে নিয়ে গেল করোনা। ভরাট কণ্ঠের আজীবন সংগ্রামী এই শিল্পী গণসংগীত বেছে নিয়েছিলেন তার জীবন সাধনার অঙ্গ হিসেবে। তিনি শ্রমজীবী মানুষের জন্য গেয়েছেন বহু গান। সমাজ বদলের গান গেয়েছেন। নেলসন ম্যান্ডেলার জন্মদিনে বিশ্ব মানবাধিকারের বাণী কিংবা মে দিবসের আন্তর্জাতিক ডাক তিনি পৌঁছে দিতেন মানুষের কাছে।’ লিখেছেন ম হামিদ।

‘ও সখিনা গেছোস কিনা ভুইল্যা আমারে’ ফকির আলমগীরের গাওয়া জনপ্রিয় একটি গান। গানের কথা স্মরণ করে পরিচালক সোহানুর রহমান সোহান লিখেছেন: ‘আপনি সবাইরে শোক সাগরে ভাসাইয়া কাউকে কিছু না বইল্যা কোটি কোটি জনগণকে কাঁদাইয়া না ফেরার দেশে চলে গেলেন। কে এখন আমাদর শোনাবে শোষণ আর শোষিতের  বজ্রকণ্ঠের সেই গগণবিদারী হুংকার। কে শোনাবে জনগণের মনের জমে থাকা না বলা আর্তনাদ।’

নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী, জনপ্রিয় খল অভিনেতা মিশা সওদাগর, চিত্রনায়ক ওমর সানী, জায়েদ খান, চিত্রনায়িকা পূর্ণিমা, শিল্পী রবি চৌধুরী জাগরণের এই শিল্পীর প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে স্ট্যাটাস দিয়েছেন।  

অভিনেত্রী অরুণা বিশ্বাস লিখেছেন: ‘আপনি তো অনন্ত জীবন নিয়ে এসেছিলেন, হঠাৎ এ কেমন চলে যাওয়া?’ চিত্রনায়ক বাপ্পি চৌধুরী ‘কিংবদন্তীদের মৃত্যু নেই’ উল্লেখ করে লিখেছেন: ‘তারা বেঁচে থাকেন কর্মের মাধ্যমে। অসংখ্য মানুষের আজ মন খারাপ আপনার মৃত্যুর খবর পেয়ে। জীবন সার্থক বানাতে এর চাইতে বেশী আর কি প্রয়োজন! আপনার প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা হে গুণীজন।’

ঢাকা/রাহাত সাইফুল

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়