Risingbd Online Bangla News Portal

ঢাকা     বুধবার   ২৯ সেপ্টেম্বর ২০২১ ||  আশ্বিন ১৪ ১৪২৮ ||  ১৯ সফর ১৪৪৩

ভিন্ন পথে হাঁটছে জাজ

প্রকাশিত: ১২:০৩, ২৫ জুলাই ২০২১   আপডেট: ১২:৩৪, ২৫ জুলাই ২০২১
ভিন্ন পথে হাঁটছে জাজ

প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া এরই মধ্যে বেশ কিছু বিগ বাজেটের ব্যবসাসফল সিনেমা প্রযোজনা করেছে। করোনা মহামারিতে চলচ্চিত্রাঙ্গনে ধস নেমেছে। একের পর এক সিনেমা হল বন্ধ হয়ে যাচ্ছে। এ পরিস্থিতিতে জাজ আর সিনেমা প্রযোজনা করবে না বলে ঘোষণা দিয়েছেন প্রতিষ্ঠানটির কর্ণধার আব্দুল আজিজ।

আব্দুল আজিজ বলেন, ‘করোনার কারণে বিশ্বব্যাপী সিনেমা ব্যবসার করুণ অবস্থা। বাংলাদেশে তার চিত্র আরো ভয়াবহ। জাজের সিনেমা না থাকার কারণে করোনার আগেই হল সংখ্যা ২৮৩ থেকে ১১০-এ নেমে এসেছিল। হল মালিকদের বক্তব্য ছিল, জাজ বছরে ৮-১০ সিনেমা তৈরি করতো, পাশাপাশি শাকিব খানের ৪টার মতো সিনেমা মুক্তি পেতো। এই দিয়ে সিনেমা হল চলে যেত। শুধু শাকিব খানের ৩-৪টা সিনেমা দিয়ে হল বাঁচিয়ে রাখা যায় না। তার উপর ২০১৮-২০১৯ দুই বছরে দুই ঈদে শাকিব খানের সিনেমায় হল মালিকদের আর্থিক ক্ষতির কারণে, হল মালিকগণ আরো বিপদের পড়ে যায়। ফলে হল সংখ্যা ২৮৩ থেকে ১১০-এ নেমে আসে।’

আর সিনেমা প্রযোজনা না করার কথা জানিয়ে আব্দুল আজিজ বলেন, ‘করোনা মরার উপর খাড়ার ঘা হয়ে এলো। এখন হল সংখ্যা ৪০-৫০টি। বেশীর ভাগ বড় হলসমূহ এর মাঝে ভেঙে ফেলেছে। এখন অনেক জেলাতেই আর কোনো হল নেই। জাজ আর নতুন কোনো সিনেমা বানাচ্ছে না। কারণ জাজের ৩টি সিনেমা তৈরি হয়ে আছে। করোনার কারণে মুক্তি দিতে পারছে না। এই বছর মুক্তি দিতে পারবো বলেও মনে হয় না। আর এই তিনটি সিনেমাই বিগ বাজেটের। ২-৩ কোটি টাকার উপর বাজেট। এত টাকা কোনো মতেই ৫০টি হল থেকে উঠে আসবে না। আবার জাজের পক্ষে কম বাজেটের বা নিম্ন মানের সিনেমা বানানো সম্ভব নয়।’

সিনেমা প্রযোজনা না করলেও জাজ ওয়েব সিরিজ নির্মাণ করবে বলে ঘোষণা দেন আব্দুল আজিজ। তিনি বলেন, ‘জাজ এখন থেকে ওটিটি প্ল‌্যাটফর্মের জন্য ওয়েব সিরিজ ও সিনেমা বানানোর সিদ্ধান্ত নিয়েছে। ওয়েব সিরিজের ক্ষেত্রেও জাজ তার নিজ সুনামের সঙ্গে সুবিচার করেই চলবে।’

জাজের প্রথম ওয়েব সিরিজ ‘অনুতাপ’। এটি নির্মাণ করবেন সঞ্জয় সমদ্দার। এছাড়া ‘পাপ’, ‘বারুদ’, ‘খোঁজ’সহ বেশকিছু ওয়েব সিরিজের কাজ শুরু করবে প্রতিষ্ঠানটি।

ঢাকা/রাহাত সাইফুল/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ