Risingbd Online Bangla News Portal

ঢাকা     বুধবার   ২২ সেপ্টেম্বর ২০২১ ||  আশ্বিন ৭ ১৪২৮ ||  ১২ সফর ১৪৪৩

শাকিব খানের দুটি পথ

প্রকাশিত: ১৬:২৬, ২৬ জুলাই ২০২১   আপডেট: ১৬:৪৩, ২৬ জুলাই ২০২১
শাকিব খানের দুটি পথ

করোনার কারণে গৃহবন্দি সময় কাটাচ্ছেন চিত্রনায়ক শাকিব খান। বছরজুড়ে শুটিং, ডাবিং নিয়ে ব্যস্ত থাকায় যিনি দম ফেলার সুযোগ পান না, সেই তিনিই কিনা চার দেয়ালে আবদ্ধ থেকে অলস সময় কাটাচ্ছেন। এ সময় শরীর চর্চায় মনোযোগী হয়েছেন তিনি।

শাকিব খান ফেইসবুক পোস্টের মাধ্যমে আজ জানিয়েছেন প্রতিদিন সকালে আমাদের দুটো পথ তৈরি হয়! ব্যাখ্যা দিয়ে তিনি লিখেছেন: ‘প্রথমত, স্বপ্নের ঘোরে ঘুমিয়ে থাকা। অন্যটি, ঘুম থেকে উঠে স্বপ্নটা সত্যি করার আপ্রাণ চেষ্টায় লেগে যাওয়া। স্বপ্ন যার, সত্যি করার জন্য তাকেই লেগে থাকতে হবে! সবাই নিরাপদে থাকি, অন্যদেরও নিরাপদে রাখি।’

শাকিব খান সর্বশেষ ‘অন্তরাত্মা’ সিনেমার শুটিং শেষ করেছেন। লকডাউনের আগে তিনি ‘লিডার, আমিই বাংলাদেশ’ সিনেমার শুটিং শুরু করেন। তপু খান পরিচালিত সিনেমাটির ৬০ ভাগ কাজ সম্পন্ন হয়েছে বলে প্রযোজক সূত্রে জানা গেছে।

করোনার কারণে এক বছরেরও বেশি সময় প্রেক্ষাগৃহে নেই শাকিব খানের নতুন সিনেমা। মাঝে ওটিটি প্ল্যাটফর্মে এই নায়কের অনন্য মামুন পরিচালিত ‘নবাব এলএলবি’ সিনেমাটি মুক্তি পায়।

ঢাকা/রাহাত সাইফুল

সর্বশেষ

পাঠকপ্রিয়