Risingbd Online Bangla News Portal

ঢাকা     শনিবার   ১৮ সেপ্টেম্বর ২০২১ ||  আশ্বিন ৩ ১৪২৮ ||  ০৯ সফর ১৪৪৩

ভক্তের কান্নায় কেঁদেছেন ফারহান

আমিনুল ইসলাম শান্ত || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৫৮, ২৮ জুলাই ২০২১   আপডেট: ১২:৪৫, ২৯ জুলাই ২০২১
ভক্তের কান্নায় কেঁদেছেন ফারহান

রেডিও জকি হিসেবে ক্যারিয়ার শুরু করলেও এখন পুরোদস্তুর অভিনেতা মুশফিক আর ফারহান। ঈদুল আজহায় তার অভিনীত পাঁচটি নাটক প্রচার হয়েছে। এর মধ্যে ‘সুইপার ম্যান’ দর্শকের হৃদয়ে নাড়া দিয়েছে। সহশিল্পী, মিডিয়ার পরিচিতজন এবং ভক্তদের অভিনন্দনে ভাসছেন তিনি।

অথচ এই নাটকটি শুরুতে কয়েকটি টিভি চ্যানেল রিজেক্ট করেছিল। সেই অভিজ্ঞতা বর্ণনা করে ফারহান রাইজিংবিডিকে বলেন, ‘এখন এতো প্রশংসা পাচ্ছি যে অতীতের কথা আর বলতে চাই না।  দর্শক দেখছে এতেই আমি আনন্দিত।’

প্রিয় তারকাকে নিয়ে ভক্তদের উন্মাদনা একটু বেশিই থাকে। ‘সুইপার ম্যান’কে কেন্দ্র করে বিশেষ কোনো ঘটনা আছে কিনা এমন প্রশ্নের উত্তরে ফারহান বলেন, ‘ক্যারিয়ারের শুরু থেকে যে ভক্তরা আমার সঙ্গে ছিলেন, এখনো তাদের মধ্যে ৮০ ভাগ আমার সঙ্গে রয়েছেন। ভক্তদের ভালোবাসা অন্যরকম।  ভালো-খারাপ দুই সময়ে তারা আমার সঙ্গে ছিলেন। সেই জায়গা থেকে ভক্তদের অন্যরকম রেসপন্স, সাপোর্ট, ভালোবাসা পেয়েছি।’

‘‘তবে ‘সুইপার ম্যান’ প্রচার হওয়ার পর আমাদের ইন্ডাস্ট্রির বিভিন্ন আর্টিস্ট, পরিচালক, সাংবাদিক ও ভক্তদের কাছ থেকে অনেক ফোন কল পেয়েছি। এর মধ্যে একটা ফোন কল আমাকে নাড়িয়ে দিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী আমাকে ফোন করেছিলেন। ছেলেটির বাবা সুইপার ছিলেন। ফোনে যখন আমার সঙ্গে কথা বলছিল, তখন বুঝতে পারছিলাম ছেলেটি কাঁদছে। জীবনের কঠিন মুহূর্ত পার করে এসে, একই ধরনের বিষয় নিয়ে নির্মিত নাটক-চলচ্চিত্র দেখার পর অতীতের কঠিন মুহূর্তগুলো মনে পড়ে।’’ বলেন ফারহান।

ভক্তের কান্নায় সেদিন ফারহানও আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন বলে জানান এই অভিনেতা। 

ঢাকা/শান্ত/তারা

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়