Risingbd Online Bangla News Portal

ঢাকা     শুক্রবার   ১৭ সেপ্টেম্বর ২০২১ ||  আশ্বিন ২ ১৪২৮ ||  ০৮ সফর ১৪৪৩

কেন অভিনয় ছাড়তে চেয়েছিলেন আয়ুষ্মান?

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৪৮, ২৯ জুলাই ২০২১  
কেন অভিনয় ছাড়তে চেয়েছিলেন আয়ুষ্মান?

বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় অভিনেতা আয়ুষ্মান খুরানা। ব্যতিক্রমধর্মী বিষয়বস্তু নিয়ে নির্মিত সিনেমায় নিজের অভিনয় দক্ষতা নিয়ে ভক্তদের মন জয় করেছেন তিনি। কিন্তু এক সময় অভিনয় ছাড়তে চেয়েছিলেন এই অভিনেতা।

বলিউড অভিনেতা-নির্মাতা আরবাজ খানের ‘পিঞ্চ’ চ্যাট শোয়ে হাজির হয়েছিলেন আয়ুষ্মান। সেখানে ব্যক্তিগত নানা বিষয়ে কথা বলেছেন এই অভিনেতা। তিনি জানান, পর পর তিন সিনেমা ফ্লপ হওয়ার পর নিজের জন্মস্থান চণ্ডীগড়ে ফিরে যেতে চেয়েছিলেন।

গত বছর ১০০ প্রভাবশালী ব্যক্তিদের একজন নির্বাচিত হয়েছিলেন আয়ুষ্মান খুরানা। অভিনয়ের পাশাপাশি তিনি একজন চমৎকার গায়ক, কম্পোজার এবং লেখক। আয়ুষ্মান চেয়েছিলেন নিজের ব্যান্ডদল ‘আয়ুষ্মান ভবো’র নিয়ে কাজ করবেন। বিভিন্ন জন্মদিনের অনুষ্ঠানে গান গাইবেন, বই লিখবেন, অন্য কোনোভাবে মানুষকে বিনোদন দিবেন। তবে শিল্পের সঙ্গে নিজেকে যুক্ত রাখবেন।

আয়ুষ্মান খুরানার পরবর্তী সিনেমা ‘ডক্টর জি’। গত বছরের ডিসেম্বরে এর ঘোষণা দেন তিনি। এ সিনেমার মাধ্যমে পরিচালক হিসেবে অভিষেক হতে যাচ্ছে অনুভূতি কাশ্যপের। এতে আয়ুষ্মানের বিপরীতে রাকুল প্রীত সিং অভিনয় করবেন বলে শোনা যাচ্ছে।

ঢাকা/মারুফ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়