Risingbd Online Bangla News Portal

ঢাকা     বৃহস্পতিবার   ২৩ সেপ্টেম্বর ২০২১ ||  আশ্বিন ৮ ১৪২৮ ||  ১৩ সফর ১৪৪৩

তেলেগু অভিনেতা কৃষ্ণা মুরালি করোনা পজিটিভ

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৫৪, ৩০ জুলাই ২০২১   আপডেট: ১৮:৫৭, ৩০ জুলাই ২০২১
তেলেগু অভিনেতা কৃষ্ণা মুরালি করোনা পজিটিভ

করোনায় আক্রান্ত হয়েছেন তেলেগু সিনেমার জনপ্রিয় অভিনেতা পোসানি কৃষ্ণা মুরালি।

শুক্রবার (৩০ জুলাই) এক বিবৃতিতে ৬৩ বছর বয়সী এই অভিনেতা জানান, তিনি ও তার পরিবার কোভিড-১৯ টেস্টে পজিটিভ হয়েছেন। তবে খুব শিগগির সুস্থ হয়ে উঠবেন বলেও আশা ব্যক্ত করেছেন। বর্তমানে হায়দরাবাদের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন তিনি।

‘ক্র্যাক’, ‘টেম্পার’, ’জেমিনি’সহ অসংখ্য দর্শকপ্রিয় সিনেমায় অভিনয় করেছেন কৃষ্ণা মুরালি। বিবৃতিতে তিনি লিখেছেন, ‘আমি ও আমার পরিবার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছি। অভিনেতা, পরিচালক ও নির্মাতারা যারা আমাকে সুযোগ দিয়েছেন তাদের কাছে ক্ষমা চাচ্ছি। কিছু সিনেমার শুটিং বন্ধ হয়ে যাবে ভেবে খারাপ লাগছে। দর্শক, সিনেমা জগত ও সৃষ্টিকর্তার আশীর্বাদে খুব শিগগির সুস্থ হবো এবং শুটিং শুরু করবো।’

অভিনয়ের পাশাপাশি দেড় শতাধিক সিনেমা রচনা করেছেন কৃষ্ণা মুরালি। পাশাপাশি কয়েকটি সিনেমা পরিচালনাও করেছেন। ‘আচার্য’, ‘সেটিমার’, ‘লাভ স্টোরি’ প্রভৃতি সিনেমা দেখা যাবে তাকে।

ঢাকা/মারুফ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ