Risingbd Online Bangla News Portal

ঢাকা     বুধবার   ২৯ সেপ্টেম্বর ২০২১ ||  আশ্বিন ১৪ ১৪২৮ ||  ১৯ সফর ১৪৪৩

লারাকে চেনা দায়!

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৩৩, ৪ আগস্ট ২০২১   আপডেট: ১৩:৩৯, ৪ আগস্ট ২০২১
লারাকে চেনা দায়!

জনপ্রিয় বলিউড অভিনেতা অক্ষয় কুমারের পরবর্তী সিনেমা ‘বেল বটম’। মঙ্গলবার (৩ আগস্ট) স্পাই-ঘরানার এই সিনেমার ট্রেইলার প্রকাশ পেয়েছে। এতে অভিনেত্রী লারা দত্তের লুক নিয়ে চলছে তুমুল চর্চা।

আশির দশকের গল্প নিয়ে ‘বেল বটম’ সিনেমার চিত্রনাট্য। এতে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ভূমিকায় দেখা যাবে অভিনেত্রী লারা দত্তকে। প্রস্থেটিক মেকআপে তার লুক দেখে চমকে গেছেন দর্শকরা।

এ প্রসঙ্গে লারা দত্ত বলেন, ‘আমাকে কি ট্রেইলারে দেখেছেন? আমি ইন্দ্রিরা গান্ধী চরিত্রে অভিনয় করেছি। আমাকে ফোন করে বলা হলো, লারা সিনেমা তৈরি হচ্ছে, আপনাকে ইন্দ্রিরা গান্ধী চরিত্রে নিচ্ছি। এর আগে আমি চিত্রনাট্যও শুনিনি। তবে অবশ্যই তার মতো একজন আইকনিক চরিত্র পর্দায় তুলে ধরা অনেক বড় দায়িত্ব।’

‘বেল বটম’ সিনেমাটি পরিচালনা করেছেন রণজিত এম তিওয়ারি। এতে অক্ষয়কে একজন ‘র’ এজেন্টের ভূমিকায় দেখা যাবে। সিনেমায় এই অভিনেতার সঙ্গে রোমান্স করবেন বাণী কাপুর। সিনেমাটিতে আরো আছেন— হুমা কুরেশি, জ্যাকি ভগনানি প্রমুখ। আগামী ১৯ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘বেল বটম’।

ঢাকা/মারুফ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ