Risingbd Online Bangla News Portal

ঢাকা     শনিবার   ১৮ সেপ্টেম্বর ২০২১ ||  আশ্বিন ৩ ১৪২৮ ||  ০৯ সফর ১৪৪৩

ত্রিবিক্রমের হাত ধরে সিনেমায় পবন কল্যাণের ছেলে

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:০৫, ৫ আগস্ট ২০২১   আপডেট: ১৬:০৮, ৫ আগস্ট ২০২১
ত্রিবিক্রমের হাত ধরে সিনেমায় পবন কল্যাণের ছেলে

ত্রিবিক্রম শ্রীনিবাস, পবন কল্যাণ ও আকিরা নন্দন

তেলেগু সিনেমার জনপ্রিয় অভিনেতা পবন কল্যাণ। এবার সিনেমায় নাম লেখাচ্ছেন ‘পাওয়ার স্টার’খ্যাত এই তারকার ছেলে আকিরা নন্দন।

অনেকদিন থেকেই পবন কল্যাণের ছেলের সিনেমায় অভিষেকের গুঞ্জন উড়ছে। কিন্তু কার মাধ্যমে ছেলেকে রুপালি জগতে আনবেন তা নিয়ে সংশয়ে ছিলেন পবন। তিনি চাইছিলেন, সিনেমায় নাম লেখানোর আগে নিজেকে ভালোভাবে প্রস্তুত করুক তার ছেলে।

জানা গেছে, ছেলের সিনেমায় অভিষেকের দায়িত্ব নির্মাতা ত্রিবিক্রম শ্রীনিবাসকে দিয়েছেন পবন কল্যাণ। ‘গব্বর সিং’ সিনেমাখ্যাত এই অভিনেতা মনে করছেন, ত্রিবিক্রমই ছেলের সুন্দর সূচনা করিয়ে দিতে পারবেন।

আকিরা নন্দন পবনের প্রাক্তন স্ত্রী রেনু দেশাইয়ের ছেলে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে পবন পুত্রের একটি ভিডিও ক্লিপ ভাইরাল হয়। এতে মার্শাল আর্ট প্রশিক্ষণ নিতে দেখা গেছে তাকে। এরপর থেকেই তার সিনেমায় নাম লেখানোর গুঞ্জন শুরু হয়।

ঢাকা/মারুফ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়