ঢাকা     বৃহস্পতিবার   ১৮ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৫ ১৪৩১

অভিনেত্রী গ্রেপ্তার: মাদকের ভয়াবহতা নিয়ে চলচ্চিত্র নির্মাণের ঘোষণা

প্রকাশিত: ১৯:০০, ৮ আগস্ট ২০২১   আপডেট: ১৯:০২, ৮ আগস্ট ২০২১
অভিনেত্রী গ্রেপ্তার: মাদকের ভয়াবহতা নিয়ে চলচ্চিত্র নির্মাণের ঘোষণা

সম্প্রতি মাদককাণ্ডে কয়েকজন মডেল-অভিনেত্রীকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। সর্বশেষ চিত্রনায়িকা পরীমনিকে গ্রেপ্তার করে র‌্যাব। বিষয়টি এখন ‘টক অব দ‌্য কান্ট্রি’। ঠিক এই সময়ে মাদক বিরোধী নতুন একটি সিনেমা নির্মাণের ঘোষণা দিলেন চলচ্চিত্র নির্মাতা রফিক শিকদার। নাম ঠিক না হওয়া এই সিনেমার শুটিং খুব শিগগির শুরু হবে।

এই পরিচালক বলেন, ‘নাম ঠিক না হওয়া মাদক বিরোধী একটি সিনেমা নির্মাণ করতে যাচ্ছি। সাবেক সফল স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির বর্তমান চেয়ারম্যান শামসুল হক টুকুর (এমপি) গল্প অনুপ্রেরণায় ও অর্থায়নে নির্মিত হবে এটি। এর কাহিনি, সংলাপ ও চিত্রনাট‌্য রচনা করবেন এএইচএম এনামুল হক। এতে সমাজ বাস্তবতা ও মাদকের নিদারুণ ভয়াবহতা নিয়ে সামাজিক মেসেজ থাকবে।’

দেশের পরিস্থিতি ভালো থাকলে আগামী সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে চলচ্চিত্রটির নির্মাণ কাজ শুরু হবে বলে জানান রফিক শিকদার। 

পরীমনিকে নিয়ে রফিক শিকদার একটি সিনেমা নির্মাণের ঘোষনা দিলেও শেষ পর্যন্ত সে সিনেমার কাজ আর হয়নি। এর আগে রফিক শিকদার বেশ কিছু টেলিভিশন নাটক ও টেলিফিল্ম নির্মাণ করেন। ‘ভোলা তো যায় না তারে’ ও ‘হৃদয় জুড়ে’ নামে দুটি সিনেমা মুক্তি পেয়েছে। মুক্তির অপেক্ষায় রয়েছে ‘বসন্ত বিকেল’ সিনেমাটি।

ঢাকা/রাহাত সাইফুল/শান্ত

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়