ঢাকা     শুক্রবার   ১৯ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৬ ১৪৩১

ফের সরব ব‌্যাচেলর পয়েন্টের ভক্তরা, যা বললেন নির্মাতা

আমিনুল ইসলাম শান্ত || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:২৬, ২ সেপ্টেম্বর ২০২১   আপডেট: ১৯:৩১, ২ সেপ্টেম্বর ২০২১
ফের সরব ব‌্যাচেলর পয়েন্টের ভক্তরা, যা বললেন নির্মাতা

‘ব‌্যাচেলর পয়েন্ট’ নাটকের দৃশ‌্য

কাজল আরিফিন অমি পরিচালিত বহুল আলোচিত টিভি সিরিয়াল ‘ব‌্যাচেলর পয়েন্ট’। ২০১৯ সালের শেষের দিকে সিরিয়ালটির প্রথম সিজনের সম্প্রচার শুরু হয় বেসরকারি টেলিভিশন চ‌্যানেল বাংলা ভিশনে। পাশাপাশি এটি মুক্তি পেয়েছে ধ্রুব টিভির ইউটিউব চ‌্যানেলে।

দর্শক চাহিদা মাথায় রেখে নির্মিত হয় সিরিয়ালটির দ্বিতীয় ও তৃতীয় সিজন। গত ১৩ এপ্রিল ধ্রুব টিভির ইউটিউব চ‌্যানেলে মুক্তি পেয়েছে এই সিরিয়ালের শেষ পর্ব (৭৯)। শেষ লগ্নে কাবিলাকে গ্রেপ্তার করে পুলিশ। এভাবে শেষ হওয়ায় আবেগাপ্লুত হয়ে পড়েন দর্শকরা। ওই সময়ে কেউ কেউ তার মুক্তি দাবি করেন। পাশাপাশি নতুন সিজন নির্মাণের জোর দাবি জানান। এ দাবির মুখে নির্মাতা কাজল আরেফিন অমি বলেছিলেন—‘এখনো কিছু ভাবিনি। যদি জীবিত থাকি অবশ্যই ব্যাচেলরদের পরে কী হয় তা দেখাবো।’

প্রায় চার মাসের বেশি সময় পর আবারো সরব হয়েছেন ‘ব‌্যাচেলর পয়েন্ট’ নাটকের ভক্তরা। তাদের দাবি—নাটকটির সিজন ফোর চাই। এই দাবি কিছুটা উসকে দিয়েছেন পরিচালক নিজেই। কয়েক দিন আগে অমি তার ফেসবুকে একটি কথোপকথন পোস্ট করেন। ‘অপরিচিত নাম্বার: হ‌্যালো ভাই, ব‌্যাচেলর পয়েন্টের সিজন ৪ চাই, প্লিজ। অমি: একটু সময় দেন ভাই, ভাবছি কি করা যায়! হুট করে কিছু করলে তো হবে না ভাই। সবুরে মেওয়া ফলে।’ বুধবার (১ সেপ্টেম্বর) অমি আরেক পোস্টে লিখেন, ‘পাশা + শিরিন= কাশিমপুর’।

এরপর থেকে ‘ব‌্যাচেলর পয়েন্ট’ নাটকের ভক্তদের বিশ্বাস আরো গাঢ় হয়েছে। তারা আশাবাদী, শিগগির আসছে নাটকটির নতুন সিজন। এ নিয়ে সোশ‌্যাল মিডিয়ায় চলছে নানা আলোচনা। কিন্তু পরিচালক কাজল আরেফিন অমি এ বিষয়ে কী ভাবছেন? তা জানতে বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) সন্ধ‌্যায় রাইজিংবিডির পক্ষ থেকে যোগাযোগ করা হয় এই নির্মাতার সঙ্গে।

কাজল আরেফিন অমি বলেন—‘আমি আগেই বলেছিলাম কোরবানির ঈদের পর ব‌্যাচেলর পয়েন্ট নিয়ে ভাববো। ঈদের পর আমার কিছু কাজ ছিল, সেগুলো গুছিয়ে এখন বিষয়টি নিয়ে ভাবছি। ভাবনা ভাবতে গিয়ে আগের সিজনের চরিত্রগুলো মাথায় ঘুরপাক খাচ্ছে। আর সেখান থেকেই মূলত ফেসবুকে স্ট‌্যাটাস দিয়েছি। এখনো সবকিছু ভাবনার মধ‌্যেই আটকে আছে, কোনো কিছুই চূড়ান্ত হয়নি।’

সিজন থ্রির চেয়ে ভালো কিছু ভাবতে পারলেই নির্মিত হবে সিজন ফোর। তা উল্লেখ করে অমি বলেন, ‘সিজন থ্রির চেয়ে ভালো কিছু ভাবতে পারলে, সিজন ফোর বানাবো। তা ছাড়া সিজন ফোর বানাবো না। এখনো ভাবছি, যার কারণে কোনো প্রযোজকের সঙ্গেও আমার কথা হয়নি। কারো সঙ্গে এ বিষয়ে কোনো কমিনমেন্টও করিনি। দোয়া করবেন যাতে আরো ভালো কিছু নিয়ে আসতে পারি। যদি পারি তবেই কাজ শুরু করব।’

দর্শকের ভালোবাসা ও চাহিদার কারণে মানসিক চাপ বোধ করছেন পরিচালক। এ বিষয়ে অমি বলেন, ‘ব‌্যাচেলর পয়েন্ট একটা মেন্টাল প্রেসারের কাজ। আগের সিজনগুলো দর্শকপ্রিয়তা লাভ করার পর সিজন ফোর আমার জন‌্য অনেক চাপ ও চ‌্যালেঞ্জের। এজন‌্য আমি এখনো ভাবছি! দর্শক যদি না চাইতেন তবে আমি রিল‌্যাক্স হয়ে যেতাম। আবারো বলছি, এখনো কাজ করছি। যদি ভালো কিছু প্রস্তুত করতে পারি তবে সিজন ফোর নির্মাণের ঘোষণা দেব।’

ব্যাচেলর পয়েন্টের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন—মারজুক রাসেল, তৌসিফ মাহবুব, মিশু সাব্বির, শামীম হাসান, চাষি আলম, জিয়াউল হক পলাশ, শরাফ আহমেদ জীবন, সাবিলা নূর, মনিরা মিঠু, ফারিয়া শাহরিন, আবদুল্লাহ রানা, পাভেল, মুসাফির বাচ্চু, শিমুল শর্মা প্রমুখ।

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়