Risingbd Online Bangla News Portal

ঢাকা     সোমবার   ২৫ অক্টোবর ২০২১ ||  কার্তিক ৯ ১৪২৮ ||  ১৭ রবিউল আউয়াল ১৪৪৩

জন্মদিনে মাকে স্মরণ করলেন অক্ষয়

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৫২, ৯ সেপ্টেম্বর ২০২১   আপডেট: ১১:৫৪, ৯ সেপ্টেম্বর ২০২১
জন্মদিনে মাকে স্মরণ করলেন অক্ষয়

বলিউড অভিনেতা অক্ষয় কুমার। গতকাল (৮ সেপ্টেম্বর) না ফেরার দেশে চলে গেছেন তার মা। এদিকে আজ এই অভিনেতার জন্মদিন। বিশেষ দিনে মাকে স্মরণ করলেন তিনি।

মাইক্রোব্লগিং সাইট টুইটারে মায়ের সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন অক্ষয় কুমার। ক্যাপশনে লিখেছেন, “এমনটা কখনোই চাইনি কিন্তু আমি নিশ্চিত উপর থেকে মা আমার জন্য ‘হ্যাপি বার্থডে’ গাইছেন! সান্ত্বনা ও শুভেচ্ছার জন্য প্রত্যেককে ধন্যবাদ। জীবন থেমে থাকে না।”

আজ অক্ষয়ের ৫৪ বছর পূর্ণ হলো। বিশেষ এই দিনে তাকে শুভেচ্ছা জানাচ্ছেন ভক্তরা। পাশাপাশি মাকে হারানোয় এই অভিনেতাকে সান্ত্বনাও দিচ্ছেন তারা।

সম্প্রতি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন অক্ষয়ের মা অরুণা ভাটিয়া। ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) ভর্তি ছিলেন। অসুস্থ মাকে দেখতে লন্ডনে ‘সিনড্রেলা’ সিনেমার শুটিং ছেড়ে সোমবার ভারতে ছুটে আসেন অক্ষয়। গতকাল সকালে না ফেরার দেশে চলে যান এই অভিনেতার মা।

বর্তমানে অক্ষয়ের ঝুলিতে বেশ কয়েকটি সিনেমা রয়েছে। সম্প্রতি মুক্তি পেয়েছে এই অভিনেতার ‘বেল বটম’। এছাড়া ‘সূর্যবংশী’, ‘বচ্চন পান্ডে’, ‘আতরাঙ্গি রে’, ‘পৃথ্বীরাজ’, ‘রক্ষা বন্ধন’, ‘রাম সেতু’ সিনেমায় দেখা যাবে তাকে।

ঢাকা/মারুফ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়